Read In
Whatsapp
Bike News

Ola নয়, এবার বাজারে সেরা ই-স্কুটার নিয়ে এল এই কোম্পানি! দাম কম কিন্তু ফিচারস একগুচ্ছ

নতুন ইলেক্ট্রিক স্কুটি নেওয়ার কথা ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, RunR নামের এক কোম্পানি আপনার জন্য দারুন এক স্কুটার নিয়ে হাজির হয়েছে মার্কেটে। তারা নিজেদের RunR HS স্কুটারটি লঞ্চ করেছে ভারতীয় মার্কেটে। 1.25 লাখের এই স্কুটারটি টেক্কা দেবে Ola এবং বাজাজের সাথে। কিন্তু কেমন রয়েছে স্কুটারের ফিচারস? চলুন দেখে নেওয়া যাক সেগুলো

নতুন RunR HS ই-স্কুটারে 60V-40AH এর লিথিয়াম আয়ন ব্যাটারি উপস্থিত। সেখানে আপনি অপশন পেয়ে যাবেন রিমুভেবল ব্যাটারির। অর্থাৎ ব্যাটারি খুলে চার্জ দিতে পারেন সেটি। আবার আপনি দূর সফর করলে এক ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সেখানে অন্য চার্জড ব্যাটারী লাগিয়ে নিতে পারেন। ফলে আপনি নিজের স্কুটারের রেঞ্জ অনেকখানি বাড়িয়ে নিতে পারবেন।

যদিও গাড়িটির রেঞ্জ নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ এখানে আপনি একবার চার্জেই 100 কিমিরও বেশি যেতে পারেন। অবশ্য শুধু রেঞ্জ নয়, নয়া RunR HS এর স্পিড অন্যান্য গাড়িকে টেক্কা দেবে। ঘণ্টায় 70 কিমি বেগে ছুটতে পারে নয়া ই-স্কুটারটি। তাছাড়া এখানের অ্যান্টি থেফ্ট অ্যালার্ম সুরক্ষা ফিচার সহ নানান অতিরিক্ত সুবিধাও পাবেন আপনি।

RunR HS ইলেকট্রিক স্কুটারের রয়েছে রিয়্যাল টাইম ব্যাটারি ইনফর্মেশন। স্কুটারে যেমন লেখা থাকবে চার্জের পরিমাণ তেমনই ব্যাটারির ওপরেও থাকছে সেই তথ্য। ফলে আপনি স্কুটার ছাড়া ব্যাটারি চার্জ দেওয়ার সময় বেশ সুবিধা হবে। উল্লেখ্য Ola S1 এবং Ola S1 pro এর সমস্ত ফিচারস এখানে থাকলেও Ola এর গাড়িতে ব্যাটারি খোলার অপশন থাকেনা। আবার দাম কম হওয়ায় সমস্ত দিক দিয়েই আপনি বেশি সুবিধা পাচ্ছেন এখানে।

Back to top button