350 সিসি সেগমেন্টে প্রতিযোগিতা শুরু হয়েছে Royal Enfield এবং Honda এর মধ্যে। একাধিক বাইক এলেও এতদিন Classic 350 এর বাজারকে টক্কর দিতে পারেনি কোনো বাইকই। কিন্তু নতুন Honda CB 350 বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে Classic কে। চলুন দেখে নেওয়া যাক তুলনায় এগিয়ে।
Royal Enfield Classic 350
Royal Enfield এর নতুন Classic বাইকে J সিরিজের ইঞ্জিন রয়েছে। সেখানে 349 সিসির ইঞ্জিন মোট 19.9 bhp শক্তি এবং 27 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্স সমেত মোট 32 কিমি মাইলেজ পাওয়া যায়।
Classic 350 এ হার্ডওয়্যার ও ফিচার্স সমেত দু চাকাতেই আপনি ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং USB পোর্টের মতো ফিচারস রয়েছে। Classic 350 এর এক্স শোরুম দাম রয়েছে 1.93 লাখ থেকে 2.15 লাখ টাকা। বাইকটি তিনটি ভেরিয়েন্টে বিক্রি হয় বাজারে, এগুলো হলো মিলিটারি, স্ট্যান্ডার্ড এবং ব্ল্যাক গোল্ড।
Honda CB 350
Honda CB 350 বাইকে 348 সিসি এয়ার-কুল, 4-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, PGM-Fi ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 5,500rpm-এ 21.1PS শক্তি এবং 3,000rpm-এ 29.4Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। CB350 বাইকটি একটি ডাবল-ক্র্যাডেল ফ্রেমের মধ্যে আবদ্ধ এবং একটি পাঁচ-গতির গিয়ারবক্সের যুক্ত রয়েছে। ডুয়াল-চ্যানেল ABS সহ দুই চাকাতেই ডিস্ক ব্রেক পাওয়া যায়। সামনে 310mm এবং পিছনে 240mm ডিস্ক ব্রেক সহ বাইকটির স্টপিং পাওয়ারও দারুণ।
CB 350 বাইকটি বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে Honda। এগুলো হলো DLX এবং DLX PRO। যে দাম এবং বাজেটের সাথে গাড়িটি লঞ্চ হয়েছে তাতে Royal Enfield Classic 350 বড় টক্কর পাবে। Honda CB 350 বাইকটি কেবল Big Wing ডিলারশিপ থেকেই বিক্রি করবে Honda। বাইকটির DLX ভেরিয়েন্টটির এক্স শোরুম দাম 1.99 লক্ষ টাকা, DLX PRO এর এক্স শোরুম দাম থাকছে 2.17 লক্ষ টাকা।