সম্প্রতি রয়্যাল এনফিল্ডের বুলেট ৩৫০ (Royal Enfield Bullet) নিয়ে আপডেট এসেছে। জানা যাচ্ছে যে, রয়্যাল এনফিল্ড প্রস্তুতি নিচ্ছে নতুন বুলেট লঞ্চ করার বিষয়ে। আসন্ন লঞ্চে হিমালয়ান ৪৫০ এর সাথে নতুন বুলেট থাকার সম্ভাবনা রয়েছে। আসন্ন বাইকটির বেশ কয়েকটি ছবিও সামনে এসেছে। আর তাই Himalayan 450 এর সাথে সাথে বুলেট নিয়েও হাইপ তৈরি হয়েছে বাজারে।
একসাথে অনেকগুলো বাইক নিয়ে কাজ চালাচ্ছে রয়্যাল এনফিল্ড। কদিন আগেই বাজারে নিয়ে এসেছে Super Meteor 650। আসন্ন সময়ে Shotgun 650 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে তারা। এমন সময়ই বুলেট নিয়ে আপডেট এসেছে। লিক হওয়া ছবি থেকে জানা যাচ্ছে যে, নতুন ডিজাইনের সার্কুলার হেডল্যাম্প এবং নতুন টেইল্যাম্পের পাশাপাশি নানান ডিজাইনের টার্ন ইন্ডিকেটর রয়েছে।
Royal Enfield বাইকটিতে সিঙ্গেল সিট, লম্বা হ্যান্ডেলবার, রাউন্ড রিয়ার ভিউ মিরর, টুইন শক অ্যাবজর্বার। এছাড়া নতুন ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক এর সাথে সিঙ্গেল চ্যানেল ABS এর ফিচারও রয়েছে সেখানে। গাড়িটি ট্রিপার নেভিগেশন সিস্টেম সাপোর্ট সহ একদম নতুন স্টাইলের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে আসে।
Royal Enfield Classic 350 এবং Meteor 350-এর মতো, নতুন Z-series প্ল্যাটফর্মের ওপর তৈরি হচ্ছে নতুন জেনারেশনের বুলেট 350। পারফরম্যান্স আগের চেয়ে আরো উন্নত করা হয়েছে। গাড়িতে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন থাকছে। গাড়িটি সর্বোচ্চ 20.2 bhp শক্তি এবং 29Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্সের সাথে বুলেট 350 এর দাম শুরু হচ্ছে 1.6 লক্ষ টাকা থেকে।