![](https://autoscoop.in/wp-content/uploads/2023/11/Royal-Enfield-unveils-Shotgun-650-1.jpg)
Royal Enfield সদ্যই 350 সিসি এবং 450 সিসি সেগমেন্টে নতুন বাইক লঞ্চ করেছে। এবার ব্র্যান্ডের লক্ষ্য 650 সিসির বাইক। ভারতের ডোমেস্টিক মার্কেট এবং আন্তর্জাতিক বাজার, উভয় ক্ষেত্রেই ভাল বিক্রি হয়েছে Interceptor 650 এবং Continental GT 650। নতুন আরও একটি 650 সিসির বাইক Super Meteor 650 লঞ্চ করে নিজেদের পোর্টফোলিওকে বড় করেছে।
লেটেস্ট ফ্ল্যাগশিপ ক্রুজার Super Meteor 650 এর বিক্রিও দারুণ। এবার চেন্নাই-ভিত্তিক বাইক প্রস্তুতকারক নতুন একটি 650 সিসি মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে। সুপার মেটিওর 650 এবং সম্প্রতি লঞ্চ করা হিমালয়ান 450-এর পাশাপাশি একাধিকবার পরীক্ষায় ধরা পড়েছে নতুন একটি বাইক। MotoVerse 2023 শোতে রয়্যাল এনফিল্ড তাদের নিকট-উৎপাদিত শটগান 650 উন্মোচন করে অবাক করেছে মিডিয়া এবং জনতাকে।
তবে জানিয়ে রাখি যে, নয়া Shotgun বাইকটি এখনো আমজনতার জন্য উন্মোচন করেনি RE। Motoverse 2023 ইভেন্টে Shotgun বাইকটি কেবল 25 জন ভাগ্যবান গ্রাহকের কাছেই যাবে। SG650 Concept বাইকটি ইতালির মিলানে আয়োজিত 2021 EICMA শোতে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ হয়। নতুন বাইক এবং বাইকের উৎপাদন সংস্করণ কারখানার কাস্টমগুলির সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। বাইকটি সম্ভবত 2024 সালের প্রথম দিকে চালু হতে পারে।
নতুন আসন্ন বাইকটি Super Meteor 650 এর নিচে অবস্থান করবে। উল্লেখ্য যে Super Meteor 650এর দাম প্রায় 3.3 লক্ষ (এক্স-শোরুম) টাকা। বাইকের সামনে 18-ইঞ্চি এবং পিছনে 17-ইঞ্চির চাকা রয়েছে। Shotgun 650 বাইকে 648 সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন সর্বোচ্চ 47 PS শক্তি এবং 52.3 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম।
আশা করা যাচ্ছে যে, 2024 সালের শেষের দিকে রয়্যাল এনফিল্ড তাদের পোর্টফোলিওতে একটি স্ক্র্যাম্বলার বাইক যোগ করে নিজেদের 650 সিসি রেঞ্জকে আরও শক্তিশালী করবে। এছাড়া বেশ কয়েকবার ধরাও পড়েছে Scrambler ডিজাইনের বাইকটি। সেটি 2025 সালের প্রথমার্ধে চালু হতে পারে। স্পাই ইমেজ থেকে জানা যায় যে, বাইকটিতে টু-টু-ওয়ান এক্সহস্ট সিস্টেম থাকবে এবং এটি টিক এবং রোল সিট সহ ব্লক প্যাটার্ন টায়ার দিয়ে সজ্জিত হবে।