650 সিসি সেগমেন্টকে আরো জমজমাট করে তুলেছে
Royal Enfield। গ্রাহকদের পছন্দমত বেশ কয়েকটি বাইক লঞ্চ করেছে কোম্পানি। লাইনআপের সর্বশেষ সংযোজন Meteor 650 এবং Shotgun 650। এর আগে Interceptor এবং Continental GT লঞ্চ করে তারা। নতুন দুই বাইকে নতুন চ্যাসি, ভিন্ন সাসপেনশন সেটআপ, লেটেস্ট টেকনোলোজি, বড় ব্রেক, বিভিন্ন চাকার আকার সহ আরও অনেক ফিচার রয়েছে।
Royal Enfield এর লেটেস্ট দুই 650 সিসি বাইক Meteor 650 এবং Shotgun 650 কে দেখলে অনেকখানি একই মনে হতে পারে, কিন্তু দুই বাইকের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। কিন্তু কী ফারাক রয়েছে দুই বাইকে? চলুন তাই দেখে নেওয়া যাক।
Meteor 650 এবং Shotgun 650 একই চ্যাসিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দুই বাইকেই সামনে মাডগার্ড, অ্যালুমিনিয়াম সুইচগিয়ার, ডুয়াল-চ্যানেল ABS, হেডলাইট ইউনিট এবং সাসপেনশন সহ সামনে এবং পিছনের ডিস্ক ব্রেক রয়েছে ঠিকই কিন্তু সেখানে ফারাক রয়েছে। এখানে উল্লেখ্য যে Meteor এবং Shotgun উভয় বাইকে একই 650cc প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে যা 46 bhp শক্তি এবং 52 Nm টর্ক উৎপন্ন করে।
দুই বাইকের মধ্যে প্রধান পার্থক্য রয়েছে বাইকদুটির সাসপেনশনে। এক্ষেত্রে Meteor 650 কিছুটা এগিয়ে। আরেকটি বড় পার্থক্য হল চাকার সাইজে। Meteor 650 তে সামনে 19-ইঞ্চি চাকা এবং পিছনে 16-ইঞ্চি টায়ার সেটআপ রয়েছে। সেখানে যখন Shotgun 650 এর সামনে 18-ইঞ্চি এবং পিছনে 17-ইঞ্চি সেটআপ রয়েছে। দুটি মোটরসাইকেলে অ্যালয় হুইলের ডিজাইনও বেশ আলাদা।
এছাড়াও Meteor 650 একটি হার্ডকোর ক্রুজার, সেখানে নিম্ন-স্লাং স্ট্যান্স, চওড়া বার, ফরোয়ার্ড-সেট ফুটপেগ এবং একটি স্টেপ-আপ সিট রয়েছে। অন্যদিকে শটগান 650 কিছুটা ববার ডিজাইনের। সেখানে সিঙ্গেল সিট, ছোট হ্যান্ডেলবার, মিড-সেট ফুটরেস্ট পজিশন, ছোট ট্যাঙ্ক এবং সম্পূর্ণ ফেন্ডার দেখা যায়।