Read In
Whatsapp
Bike News

Harley-Davidson-কে কড়া চ্যালেঞ্জ RE Hunter-র! দেখুন কোনটা কিনলে আপনার লাভ

সদ্যই বাজারে এসেছে বিশ্বখ্যাত Harley Davidson এর নয়া বাইক X440। হিরোর সাথে জুটি বেঁধে মাত্র 2.29 লাখ দূর্দান্ত বাইক লঞ্চ করেছে আমেরিকান বাইক জায়ান্ট। অনেকেই দাম দেখে মনে করেন দেশীয় Royal Enfield এর Hunter বাইককে পিছনে ফেলতে পারে X440। সত্যিই কী তাই? চলুন দেখে নেওয়া যাক।

বেশিদিন হয়নি 350CC এর Hunter মার্কেটে এসেছে। আর আসার পর থেকেই ক্লাসিক অথবা বুলেটের মতো এভারগ্রীন বাইককেও পিছনে ফেলেছে Hunter। বিক্রির নিরিখে মাইলস্টোন গড়ার দিকে এগিয়ে গিয়েছে RE এর এই নয়া বাইকটি। যদিও X440 এর ইঞ্জিন 440 সিসির হওয়ায় সেটি Hunter এর থেকে আকারে বেশ বড়ো কিন্তু তাতে প্রতিযোগিতা কমেনা মোটেই।

ক্ষমতা : হারলে-ডেভিডসন X440 বাইকে রয়েছে 27 bhp ক্ষমতার সাথে আসে। এটি 38nm এর টর্ক তৈরি করতে সক্ষম। Hunter এর ক্ষমতা 19.9 bhp এর। টর্কের পরিমাণও X440 এর থেকে সামান্য কম। কারণ এখানে 27nm এর টর্ক তৈরি হয়। একদিকে Hunter এ রয়েছে 5 স্পিড গিয়ার, X440 তে সেখানে 6 স্পিড গিয়ার পাওয়া যায়।

ফিচারস : তবে সদ্য লঞ্চ হওয়ার কারণে X440 এর মাইলেজ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। অন্যদিকে Hunter 36 কিমি মাইলেজ দেয়। হান্টার ফিচার্সের দিক দিয়ে খুবই সাধারণ বাইক। দুই বাইকেই সামনে ও পিছনে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক থাকছে এবং সাথে রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তবে হান্টারে যেখানে ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিলছে সেখানে X440 তে গোলাকার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল পাবেন আপনি।

ডিজাইন : উভয় বাইকেই থাকছে বেশ বড় সাইজের মাসকুলার ফুয়েল ট্যাংক এবং নিও-রেট্রো ডিজাইন। তবে Hunter এর ডিজাইন পুরোপুরি রোডস্টার বাইকের। রেট্রো লুকের সাথে নতুনত্বের ছোঁয়া রয়েছে এখানে। Harley Davidson এ অবশ্য বেশ রংচঙে, Hunter তার পুরো উল্টো।

দাম : X440 আপাতত তিনটি ভেরিয়েন্টে আসে। যার সর্বনিম্ন ভ্যারিয়েন্টের দাম 2.29 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2.69 লক্ষ টাকা। হান্টারের দাম শুরু হচ্ছে 1.73 লক্ষ থেকে সর্বোচ্চ 2.01 লক্ষ টাকা। (সমস্ত দাম এক্স-শোরুম প্রাইস)।

Back to top button