নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবারের জন্য বাজারে আসে নতুন Royal Enfield Himalayan 450। পুরোপুরি প্রকাশ্যে আসে গত 26 নভেম্বর। ওইদিনই বাইকের দাম জানা যায়। অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটিতে থাকছে দারুণ স্পেসিফিকেশন। হিমালয়ের কঠিন রাস্তা হোক কি সমতলের অফরোডিং, সমস্ত জায়গাতেই দূর্দান্ত ছুটবে নতুন বাইকটি।
নতুন Himalayan 450 এর দাম জানা যায় 26 নভেম্বর। আগের ভার্সনের থেকে এবার দাম বেড়েছে অনেকখানি। Himalayan 450 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.69 লক্ষ টাকা থেকে। আর বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী বাইকের সর্বোচ্চ এক্স শোরুম দাম 2.84 লক্ষ টাকা। তবে একসাথে এত টাকা দিতে না পারলেও চিন্তা নেই, আমরা জানাবো কিভাবে সস্তায় বাইকটি কিনবেন আপনি।
মাত্র 62 হাজার টাকা ডাউন পেমেন্ট করেই নয়া বাইক বাড়ি নিয়ে যেতে পারেন আপনি। কিন্তু কিভাবে দেখে নিন।
প্রথমে জেনে নেওয়া যাক Himalayan 450 এর বিভিন্ন ভেরিয়েন্টের অন রোড দাম:-
বেস – 3.13 লাখ টাকা
পাস – 3.18 লাখ টাকা
সামিট (ক্যামেট হোয়াইট) – 3.24 লাখ টাকা
সামিট (হ্যানেল ব্ল্যাক) – 3.29 লাখ টাকা
ফাইন্যান্স প্ল্যান
বেস ভেরিয়েন্ট: আপনি যদি সবচেয়ে সস্তা বেস ভেরিয়েন্টটি কিনতে চান তাহলে ন্যূনত 20% ডাউন পেমেন্ট জমা করতে হবে। অর্থাৎ আপনি যদি 62,000 টাকা ডাউন পেমেন্ট জমা দেন এবং সেইসাথে 3 বছরের জন্য বাকি টাকা ঋণ নেন তাহলে 10% সুদের হারেমাসিক EMI খরচ পড়বে 8,085 টাকা।
পাস ভেরিয়েন্ট: এক্ষেত্রেও 20% ডাউন পেমেন্ট করতে হবে। সেই হিসেবে 64,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। 3 বছরের জন্য 10% সুদের হারে ঋণ নিলে মাসিক EMI খরচ পড়বে 8,198 টাকা।
সামিট ভেরিয়েন্ট (ক্যামেট হোয়াইট): একই রকম ভাবে এখানেও 64,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। 10% সুদের হারে মাসিক EMI খরচ পড়বে 8,374 টাকা।
সামিট ভেরিয়েন্ট (হ্যানেল ব্ল্যাক): টপ মডেলের জন্য ডাউন পেমেন্ট করতে হবে 66,000 টাকা। এর সাথে 10% সুদের হারে 3 বছরের জন্য EMI খরচ হবে 8,487 টাকা।