Read In
Whatsapp
Bike News

Royal Enfield নিয়ে এল বিশেষ অফার, এবার নামমাত্র মূল্য দিয়েই ভাড়ায় নিয়ে যান নতুন বাইক!

প্রিমিয়াম বাইকের বাজারে বড় অংশ দখল করেছে Royal Enfield। বাইক বিক্রির পাশপাশি কোম্পানি সদ্যই অভিনব উদ্যোগ নিয়েছে। আসলে অন্যান্য কোম্পানির তুলনায় সস্তা হলেও Royal Enfield এর মোটরসাইকেল কিন্তু বেশ দামী। অনেকরই সাধ্য থাকেনা সেগুলো কেনার। গ্রাহক টানতে Royal Enfield সদ্যই লঞ্চ করেছে তাদের Rental Programme।

নতুন Royal Enfield Rental Programme এ বাইক কেনার পরিবর্তে ভাড়ায় নিতে পারবেন আপনি। আর রয়্যাল এনফিল্ড রেন্টাল প্রোগ্রাম এখন দেশের 25টিরও বেশি শহরে উপলব্ধ। রেন্টাল 300 টিরও বেশি মোটরসাইকেল ভাড়ার জন্য রাখা হয়েছে কোম্পানির তরফে। আপনি চাইলেই যেকোন একটিকে নিয়ে বেরিয়ে যেতে পারবেন। নিচে দেখে নিন কীভাবে ভাড়ায় নেবেন নতুন Enfield বাইক।

কীভাবে নেবেন Royal Enfield এর নতুন বাইক?
1) মোটরসাইকেল ভাড়া করার জন্য একজন ব্যক্তিকে Royal Enfield Rental ওয়েবসাইটে যেতে হবে। এবার নিজের যেখানে বাইকের দরকার সেই শহর নির্বাচন করতে হবে।

2) একবার এই কাজ হয়ে গেলে ওয়েবসাইটে পিক-আপের সময় ও তারিখ এবং বাইকটি ফেরত দেওয়ার সময় ও তারিখ দিতে হবে।

3) এরপর আপনি ভিন্ন ভিন্ন বাইক এবং তাদের দামের তালিকা দেখতে পাবেন। নিজের পছন্দমত বাইক সিলেক্ট করলেই হয়ে গেল ব্যাস।

এই শহরগুলোতে ভাড়ায় Royal Enfield বাইক নিয়ে যেতে পারবেন আপনি : আহমেদাবাদ, মুম্বাই, চণ্ডীগড়, ধর্মশালা, লেহ, মানালি, হরিদ্বার, ঋষিকেশ, উদয়পুর, জয়পুর, জয়সালমের, গোয়া, কোচি, ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম, বিশাখাপত্তনম, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, সিমলা, নৈনিতাল, বীর বিলিং, শিলিগুড়ি এবং দেরাদুনে ভাড়ায় Royal Enfield বাইক পাওয়া যাবে।

আপাতত এই শহরগুলোতে শুরু হলেও সেখানেই থেমে থাকবেনা Royal Enfield। জানা যাচ্ছে শীঘ্রই আরো বেশ কিছু নতুন জায়গাতেও Rental Programme শুরু করবে তারা।

Back to top button