2023 সালে বাজারে একগুচ্ছ নতুন বাইক এসেছে। আসন্ন 2024 আরো জমজমাট হতে চলেছে। বহু অপেক্ষার পর বাজারে এসেছে Triumph এর Speed 400 এবং Harley Davidson এর X440। এছাড়া 2023 এর সেপ্টেম্বর মাসেই Royal Enfield এর নতুন Bullet লঞ্চ হয়েছে। তবে আগামী বছরও আরো দুর্দান্ত হতে চলেছে।
2023 খুবই সফল হওয়ার পর 2024 সালও ভারতের বাইকের বাজারের জন্য দারুণ হতে চলেছে। এক্ষেত্রে ধমাকাদার কিছু বাইক আনতে চলেছে Royal Enfield এবং Hero Motocorp। তাহলে চলুন দেরী না করে দেখে নেওয়া যাক আসন্ন বাইক সম্পর্কে।
Royal Enfield
2024 সালে নতুন 4টি বাইক আনছে Royal Enfield। আসন্ন বাইকের তালিকায় প্রথম বাইক Shotgun 650। আগামী বছরের শুরুতে লঞ্চ হবে এটি। এই বাইকের দাম 3 থেকে 3.5 লাখের মধ্যে থাকতে পারে।
এছাড়া Royal Enfield এর নতুন গোয়ান ক্লাসিক বাইকটিও আসতে চলেছে। কিছুদিন আগেই বাইকটি ছবি সহ ধরা পড়ে। Classic 350 এর নতুন এডিশন হতে চলেছে এই বাইক। তবে এক্ষুনি এই নিয়ে খুব বেশি তথ্য সামনে আসেনি।
আগামী বছর Royal Enfield তাদের Hunter 450 এবং Scrambler 650 বাইকও আনছে। দুই বাইককেই নতুন অবতারে দেখা যাবে।
Hero Motocorp
2024 সালেও বেশ কয়েকটি বাইক লঞ্চ করতে চলেছে Hero। আসন্ন বাইকের তালিকায় রয়েছে X440 এর ওপর তৈরি হওয়া Hurikan 440। ইতিমধ্যেই বাইকটির টেস্ট মডিউলও দেখা গিয়েছে। 2024 এর মাঝামাঝি সময়ে বাইকটি লঞ্চ করতে পারে Hero। Hurikan ছাড়াও আসতে পারে নতুন Xpulse 210। সংস্থার পক্ষ থেকে কিছু জানা না গেলেও 210 সিসির বাইক দেখা যাবে শীঘ্রই।