Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

ফুল চার্জে দেবে 80 কিমি মাইলেজ, ভালো ভালো বাইক-স্কুটারও পাত্তা পাবেনা এই ই-সাইকেলের কাছে

ধীরে ধীরে সাইকেল বেশ বিখ্যাত হয়ে উঠছে মানুষের মধ্যে। একদিকে যেমন পরিবেশ রক্ষা হয় তেমনই শারীরিক কসরতও চলতে থাকে। আবার কখনো বেশিদূর চলে গেলেও ইলেকট্রিক সাইকেল বেশ কাজে লাগে। দাম কম হওয়ার পাশাপাশি টেকসই এবং মজবুতও বটে।

এরকমই এক উন্নত মনের সাইকেল নিয়ে এসেছে Rad Power নামক একটি সংস্থা। এই সাইকেল চালালে থাকবেনা তেল ভরার সমস্যা, ফলে খরচ থেকে মুক্তি পাবেন আপনি। দারুণ ডিজাইন এবং উন্নত ফিচারসের সাথে Radcity 5 নামের একটি সাইকেল নিয়ে এসেছে তারা। জানলে অবাক হবেন যে, এই ই-সাইকেলের রেঞ্জ পেট্রল চালিত বাইকের মাইলেজের থেকেও বেশি!

electric cycle

RadCity 5 সাইকেলটি দুটি ভেরিয়েন্টে পাবেন – একটি রাডসিটি 5 প্লাস হাই-স্টেপ আরেকটি রাডসিটি 5 স্টেপ-থ্রু। তবে দ্বিতীয় ভেরিয়েন্টের একটি স্পেশাল এডিশনও বাজারে এনেছে সংস্থা। সাইকেলটি কিনতে হলে তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই কিনতে হবে আপনাকে।electric cycle

Radcity 5 ই-সাইকেলে রয়েছে মোট 672 whr ব্যাটারি প্যাক। আর এই ব্যাটারি প্যাকের সাহায্যে মোট 50 মাইল অথবা 80 কিমির দূর্দান্ত রেঞ্জ পেয়ে যাবেন আপনি! 750 ওয়াটের মোটর 25 কিমির সর্বোচ্চ গতিবেগ প্রদান করতে সক্ষম! অফিস যাওযার জন্য অথবা কাছেপিঠে কোথাও যেতে জুড়ি নেই এই ই-সাইকেলের।

electric cycle
source : electric bike report

এছাড়া Radcity 5 সাইকেলে 5 লেভেলের প্যাডেল অ্যাসিস্ট্যান্স সিস্টেম আর 12টি ম্যাগনেট সেন্সর রয়েছে। বাজারে সাইকেলটি 1999 ডলারে বিক্রি হচ্ছে। উল্লেখ্য, Radcity এর স্পেশ্যাল এডিশনে টাইগার অরেঞ্জ থিম পেইন্ট সাইকেটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এমতাবস্থায় আপনিও যদি সাইকেল প্রেমী হয়ে থাকেন তাহলে দেখতে পারেন এই সাইকেলটি!

Back to top button