তেলের দাম বাড়ার কারণে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ নিম্নবিত্ত। জ্বালানি তেলের দাম বাড়ার কারনে বেশ সমস্যার মধ্যেই দিন গুজরান করতে হচ্ছে তাদের। এক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি একটি দারুণ অপশন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সেরকমই যানবাহন ডিজাইন করছে নানান কোম্পানি।
Hero HF Deluxe বাইকটি বেশ জনপ্রিয় এক্ষেত্রে। বড় মাইলেজ এবং উন্নত ইঞ্জিনের কারণে গাড়িটির বিক্রি বেশি। বর্তমানে হিরো এইচএফ ডিলাক্সের বৈদ্যুতিক কিটের কাজ চলছে। আপনি সহজেই হিরোর এইচএফ ডিলাক্স বাইকটিকে ইলেকট্রিক বানাতে পারবেন, আর সেটি বেশ বিখ্যাত হয়ে ওঠছে মানুষের মধ্যে।
GoGoA1, Hero MotoCorp-এর Hero Hf deluxe Lux-এর জন্য EV কিট লঞ্চ করেছে, যেটি আপনি শীঘ্রই কিনে ব্যবহার করতে পারেন৷ যদিও কিটটি এখনও পুরোপুরি প্রস্তুত নয়, বর্তমানে সেটির ওপর কাজ চলছে। প্রস্তুত হওয়ার পরই RTO অফিস থেকেও অনুমোদন পাবে। সেখানে একটি 4 kWh ব্যাটারি প্যাক যোগ করা হবে যা 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
কিটের ওপর আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেতে পারেন এবং এর সাথে, ইউটিলিটি+ ভেরিয়েন্টের ড্রাইভিং রেঞ্জটি স্ট্যান্ডার্ড মডেলের মতোই হবে। আপনি যদি এই কিট কিনতে চান তাহলেও চিন্তা করার কিছু নেই। কারণ এর দাম খুবই সামান্য। মাত্র ৩৫,০০০ টাকাতেই হিরো এইচএফ ডিলাক্স বাইকটিকে বৈদ্যুতিক বাইকে রূপান্তর করতে পারেন আপনি।