Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

Pulsar বা Apache নয়, ভারতের রাস্তায় রাজ করবে এই ইলেকট্রিক বাইক, 150 কিমি যেতে খরচ মাত্র 15 টাকা!

দেশের অন্দরে ব্যবসায়িক উদ্যোগকে বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদী শুরু করেন স্টার্টআপ ইন্ডিয়া স্কিম। আর সেই উদ্যোগ যে ফলপ্রসূ হয়েছে তাই নিয়ে সন্দেহ রাখার জায়গাই নেই। ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ভারতের নতুন কোম্পানি aka স্টার্টআপ গুলো। এমনকি কিছুক্ষেত্রে প্রচলিত ব্র্যান্ড গুলোকে টেক্কা দিয়ে এগিয়েও যাচ্ছে সেগুলো। সেরকমই এক সংস্থা রিভল্ট মোটরস (Revolt Motors)।

বৈদ্যুতিক মোটরবাইকের বাজারে একরকম বিপ্লব এনেছে রিভলট মোটরস। তাদের RV 400 বাইকটি 9-10 মাস আগেই বাজারে লঞ্চ হয়। আর তারপর থেকেই সেটি ঝড় তুলেছে। ইতিমধ্যেই সেটির কয়েক হাজার ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। বিক্রির পরিসংখ্যানের নিরিখে আপাতত RV 400 ভারতের সর্বাধিক বিক্রীত ইলেক্ট্রিক বাইক। সম্প্রতি তারা নিজেদের RV 400 বাইকের Stealth Black Edition লঞ্চ করেছে।

ইঞ্জিন এবং চার্জিং : RV 400 এ রয়েছে 3kW এর মিড ড্রাইভ মোটর,, যা 170 Nm পর্যন্ত পিকআপ টর্ক তৈরি করতে সক্ষম। শক্তিশালী ইঞ্জিন থাজার কারণে যাত্রার সময় আপনি রোমাঞ্চকর রাইডিং অভিজ্ঞতা পেয়ে যাবেন। বাইকটির 150 কিলোমিটারের রেঞ্জ দূর যাত্রার জন্য একদম পারফেক্ট। এছাড়া সেখানে উপস্থিত 4 kwH এর ব্যাটারি লং টার্ম সাপোর্ট দেয়। 2 ঘণ্টারও কম সময়ে সেটি সম্পূর্ন চার্জ করতে পারবেন আপনি।

টপ স্পিড : গাড়িটির মাইলেজ দারুণ হওয়ার পাশপাশি RV 400 ঘণ্টায় 85 কিমি বেগে ছুটতেও সক্ষম। তাই দ্রুত গতিতে ইলেকট্রিক বাইকের সওয়ারিও কোনো গুরুত্বপূর্ন ব্যপার নয়। এবার বেশ আরামে লং ড্রাইভে যেতে পারেন, তাও আবার পরিবেশের কোনো ক্ষতি না করেই।

দাম : আপাতত 1.3 লাখ টাকার এক্স শোরুম প্রাইসে বিক্রি হচ্ছে বাইকটি। কিন্তু আপনি বেশ সহজ EMI তে কিনতে পারেন। আনুমানিক 25,000 টাকার ডাউনপেমেন্টের সাথে 9.7% সুদের হারে 3 বছরের জন্য মাসিক মাত্র 3267 টাকার কিস্তিতে RV 400 কিনতে পারেন।

Back to top button