কয়েকদিন আগেই ভারতে নতুন CB350 লঞ্চ করে Honda। রেট্রো ক্লাসিক ডিজাইনের বাইকটি নিয়ে বেশ সাড়া পড়ে। অল্প কয়েকদিনের মধ্যেই বাইকটি মন জিতে নেয় বাইকপ্রেমীদের। ভারতের বাজারে CB 350 বাইকের মূখ্য প্রতিযোগী Royal Enfield এর Classic 350। এতদিন Royal Enfield Classic একচ্ছত্র বাজার দখল করলেও এবার সেই বাজারের বড় অংশ দখলের চেষ্টায় রয়েছে Honda।
Honda CB350 বাইকের দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে। এগুলো হলো DLX এবং DLX Pro। দুই ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 2 লক্ষ টাকা এবং 2.17 লক্ষ টাকা। কলকাতায় DLX বাইকের অন রোড দাম পড়বে 2.32 লাখ টাকা। CB350 DLX Pro বাইকটির অন রোড দাম পড়বে 2.51 লক্ষ টাকা।
তাহলে Honda এবং Royal Enfield Classic বাইকের দামে কত ফারাক রয়েছে?
Royal Enfield Classic বাইকের এক্স শোরুম দাম পড়বে 2.24 লক্ষ টাকা। অন্যদিকে Bullet বাইকের দাম পড়বে 1.73 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। অর্থাৎ Royal Enfield Classic 350 বাইকের থেকে 24,000 টাকা সস্তা নতুন Honda CB35O।
ফিচারস কেমন রয়েছে Honda বাইকের?
Honda CB35O বাইকে রয়েছে 348 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 20.7hp শক্তি এবং 29.4 Nm টর্ক উৎপন্ন করে। বাইকে রয়েছে 35 কিমির মাইলেজ। বাইকে সামনের চাকায় পেয়ে যাবেন টেলিস্কপিক ফর্ক এবং পিছনে নাইট্রোজেন চার্জ সাসপেনশন। এছাড়া Honda CB350 বাইকে পেয়ে যাবেন সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ওডোমিটার, স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার এবং গিয়ার ইন্ডিকেটর ইত্যাদির মতো আধুনিক ফিচারস।