বাজাজের নতুন 160 সিসির ন্যাকেড স্ট্রিট ফাইটারটি TVS Apache সহ Yamaha এবং Honda এর নানান বাইককে ভালই টক্কর দিচ্ছে। Bajaj Pulsar বাকিদের থেকে অনেকখানি এগিয়ে। স্পোর্টস বাইকের বাজারে Pulsar N160 এর গুরুত্ব অনেক। কিন্তু কেন সেরা এই বাইক? চলুন দেখে নেওয়া যাক।
ডিজাইন : নতুন ডিজাই Bajaj Pulsar N160 কে নিজের সেগমেন্টে অনবদ্য করে তোলে। আসলে N160 সম্পূর্ণরূপে Pulsar N250-এর মতোই দেখতে। সেখানে টুইন এলইডি ডিআরএল সহ প্রজেক্টর হেডল্যাম্প, শার্প ট্যাঙ্ক এক্সটেনশন, ইঞ্জিনের সুরক্ষার জন্য আন্ডারবেলি কাউল, স্টাবি এক্সহাস্ট, মাল্টি-স্পোক অ্যালয় হুইল এবং এলইডি টেল ল্যাম্প রয়েছে।
ফিচারস এবং স্পেসিফিকেশন : নতুন Bajaj Pulsar N160 গাড়িটির সামনে কার্যত মলিন TVS এর গাড়িটি। তিনটি রঙের বিকল্প সহ এই বাইকটির সিঙ্গল চ্যানেল ABS সিস্টেম ভেরিয়েন্ট বাজারে এনেছে। Pulsar N160 বাইকে অয়েল-কুলড, ফুয়েল-ইনজেক্টেড প্রযুক্তির উপর ভিত্তি করে চার-স্ট্রোকের ইঞ্জিন রয়েছে।
পাওয়ারট্রেন : N160 গাড়িতে 164.82 সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। বাজাজের এই ইঞ্জিনটি সর্বোচ্চ 16 bhp শক্তি উৎপন্ন করে এবং সেইসাথে 14.7 Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্সের সাথে আসে গাড়িটি। 120 কিমি টপ স্পিডের সাথে 42 কিমি মাইলেজও পাওয়া যায় এখানে।
দাম : বাজাজের স্পোর্টস বাইকটি দুটি ক্যাটেগরিতে লঞ্চ হয়েছে। বস্তুত দুটি ভার্সনের মধ্যে পার্থক্যবলতে দুই ভার্সনে সিঙ্গেল চ্যানেল ABS এবং ডুয়াল চ্যানেল ABS উপস্থিত রয়েছে। সিঙ্গেল চ্যানেলের জন্য আপনাকে 1.23 লক্ষ টাকা খরচ করতে হবে এবং ডুয়াল চ্যানেলের জন্য দাম পড়বে 1.32 লক্ষ টাকা।