Hero Motocorp দুরন্ত একটি বাইক নিয়ে এসেছে বাজারে। পুজোর আগে বেশ কিছু বাইকের নতুন ভার্সন নিয়ে আসার কথা জানায় সংস্থাটি। বর্তমানে 125 সিসি সেগমেন্টের গ্ল্যামার গাড়িটির বিক্রি বেশ ভালো। গ্রাহকদের অভিজ্ঞতাও দারুণ বাইকটি নিয়ে। সদ্যই বাইকটিকে নতুন ব্লেজ এডিশনে লঞ্চ করেছে Hero।
ডিজাইন: Hero Glamour Blaze ভার্সনে নতুন রং যুক্ত হয়েছে। সেখানে ম্যাট ভার্নিয়ার গ্রে-এর সাথে একটি ডুয়াল-টোন অফার করছে Hero। বাইকটির হলুদ গ্রাফিক্স সেটিকে স্পোর্টি লুক দেয়। Engine, Exhaust এবং Alloy wheel গুলোতে কালো রং আরো দারুণ লাগছে। সবমিলিয়ে বাইকটির স্পোর্টিং লুক তরুণ সমাজকে আরো কাছে টানবে।
ইঞ্জিন এবং মাইলেজ : ইঞ্জিনের মধ্যে মেকানিকাল পরিবর্তন তেমন আসেনি। পুরনো মডেলে যে ইঞ্জিন থাকতো নতুন গাড়িতেও তাই মিলবে। তবে কার্যক্ষমতা কিছুটা বেড়েছে। 125cc সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন 10 bhp শক্তি এবং 10 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্সের সাথে 60 কিমির মাইলেজ দেয় Glamour।
ফিচারস : Glamour 125 বাইকে রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার। সেখানে আপনি রিয়েল টাইম মাইলেজ সহ বাইক সংক্রান্ত একাধিক তথ্য পেয়ে যাবেন। i3S প্রযুক্তির ইঞ্জিন থাকায় স্টার্ট-স্টপ সিস্টেম যা স্বয়ংক্রিয় ভাবে বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফিচারসও দেখতে পেয়ে যাবেন। নতুন ভার্সনে USB চার্জিং পোর্ট যুক্ত হয়েছে।
দাম : Hero Glamour বাইকটির ড্রাম ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 72,200 টাকা থেকে।