Read In
Whatsapp
Bike News

Bajaj Pulsar N150 : লঞ্চ হতে চলেছে নতুন পালসার, সস্তার মধ্যেই পেয়ে যাবেন দারুণ পারফরম্যান্স

দেশের সেরা স্পোর্টি বাইকের কথা বললে নাম উঠবে Bajaj Pulsar এর। ভারতের বিভিন্ন প্রান্তেই বিপুল জনপ্রিয় পালসার। আর সেগুলোর বিক্রিও কম নয়। বিভিন্ন ইঞ্জিন সাইজের সাথে বাইকটি বাজারে পাওয়া যায়। 150 সিসি সেগমেন্টে N150 বাইকটির কোন নতুন এডিশন আসেনি বাজারে। তবে এবার বাইকটির একটি নতুন আপডেটের (Bajaj Pulsar N150) বিষয়ে শোনা যাচ্ছে।

Bajaj Pulsar N150

Bajaj Pulsar লাইনআপের P150 বাইকটির পরিবর্তে আসছে N150। বেশ কিছু নতুন ফিচারসের সাথে দেখা যাবে বাইকটিকে। নতুন রঙ সহ ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেক বেশি আকর্ষণীয় রাখবে বাজাজ। তবে হার্ডওয়্যারের দিকে দিয়ে খুব বেশি পরিবর্তন হবে না। কিন্তু নতুন দুই রঙের সাথে দেখা যেতে পারে।

Pulsar N150 তে থাকছে 149.6 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 14.5 hp শক্তি এবং 13.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে ইঞ্জিনটি। পুরানো ইঞ্জিনের সাথে তুলনায় খুব বেশি কিছু বদল আসবেনা।

Pulsar N150 তে আগেও সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যেত। নতুন এডিশনেও তাই থাকতে চলেছে। এছাড়া অন্যান্য বাইকের মতো ব্লুটুথ কানেকটিভিটিও থাকবে এখানে। আশা করা যাচ্ছে বাইকটির দাম থাকতে পারে 1.25 লক্ষ টাকা থেকে 1.40 লক্ষ টাকার মধ্যে। বর্তমান ভার্সনের এক্স শোরুম দাম রয়েছে 1.18 লক্ষ টাকা।

Back to top button