Read In
Whatsapp
Bike News

Pulsar আর Apache-র মার্কেট খেতে আসছে হিরোর ধাসু বাইক Hunk, লুক ও ফিচার্স দেখেই প্রেমে পড়ে যাবেন

স্পোর্টস বাইকের বাজারে, অন্তত লোয়ার সেগমেন্টে খুবই জনপ্রিয় দুটি বাইক Bajaj Pulsar N160, F150 এবং TVS Apache RTR। কিন্তু তিনটি বাইকই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগামী সময়ে বাজারে আসছে হিরোর নতুন Hunk! নতুন ভার্সনে থাকবে চমৎকার লুক, উন্নত টেকনোলজি এবং দারুণ রাইডিং এক্সপেরিয়েন্স।

একটা সময় বাজারে বিপুল পরিমাণে বিক্রি হয়েছে Hunk গাড়িটি। পরবর্তীতে বেশ কিছু সময় ধরে দেখা যায়নি বাইকটিকে। কিন্তু Hunk গাড়িটি শীঘ্রই ফিরছে বাজারে। 149CC BS6 ইঞ্জিন 15bhp শক্তি উৎপন্ন করতে পারে 8500rpm এ। কুলিংয়ের জন্য সেখানে এয়ার কুলড ইঞ্জিন কাজ করবে।

Hunk গাড়িটি সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে আসবে। সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেক থাকবে। স্পোর্টি বাইক হলেও। মাইলেজের দিকে একটুও খামতি রাখবেনা হিরো মোটকর্প। জানা যাচ্ছে সুপার 65 কিমি প্রতি লিটার মাইলেজের সাথে আসে Hero বাইকটি। এছাড়া সেখানে 13 লিটারের বড় ফুয়েল ট্যাংক থাকবে, যা আপনাকে দীর্ঘ যাত্রায় সাহায্য করবে।

কানাঘুঁষোয় শোনা যাচ্ছে Hunk বাইকটির Ex showroom দাম থাকবে 99000 টাকার আশেপাশে। প্রসঙ্গত, এর আগে Hunk গাড়িটির যখন ঘোষণা করা হয় তখনই গাড়িটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে ডিজাইনের জন্য। এবারেও ইউনিক ডিজাইনের সাথে আসতে পারে গাড়িটি। নতুন ভার্সনে নেভিগেশন, রাইডিং মোড, মোবাইল কানেক্টিভিটি, ডিজিটাল স্পিড মিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর ইত্যাদি থাকতে পারে।

Back to top button