
বৈদ্যুতিক স্কুটারের বাজারে ভারত অনেকখানি এগিয়েছে। পুরানো বড় বড় কোম্পানি তো বটেই, সেইসাথে একাধিক নতুন কোম্পানি মারাত্মক সমস্ত বাইক এবং ই-স্কুটার নিয়ে আসছে। সদ্যই Electric One তাদের নতুন বাইক এবং স্কুটার লঞ্চ করেছে বাজারে।
এই কোম্পানি সম্প্রতি তাদের নতুন E1 Astro PRO এবং PRO 10 নামের দুইটি বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে। স্কুটার গুলোর রেঞ্জ থাকবে 200 কিমির আশেপাশে এবং সেগুলোর দামও থাকছে সাধ্যের মধ্যেই। লেটেস্ট E1 Astro স্কুটার গুলোর দাম থাকছে মাত্র 99,999 টাকা থেকে 1,24,999 টাকার মধ্যে।
অ্যাস্ট্রো ইভি স্কুটার সিরিজটি ভারতীয় যাত্রীদের প্রয়োজনীয়তা মেটাতে বেশ যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে। সেখানে শক্তিশালী 2400-ওয়াট মোটর রয়েছে যা মাত্র 2.99 সেকেন্ডে 0 থেকে 40 কিমি/ঘন্টা পর্যন্ত গতিতে নিয়ে যেতে পারে গাড়িকে। উন্নত ফিচারস এবং শক্তিশালী ব্যাটারির সাথে বাজারে ধুম ফেলে দিয়েছে নতুন E-Scooter টি।
এই স্কুটারে সর্বোচ্চ 65kmph গতি সহ একবার ফুল চার্জে 200 কিমির এর মাইলেজ পাওয়া যায়। স্কুটারের কার্বন-কোটেড এবং উচ্চ-গ্রেডের ফ্রেম খুবই কঠিন পরিস্থিতিতেও লম্বা সফর নিশ্চিত করে। এনএফসি এবং স্মার্ট কার্ড প্রযুক্তিও পাওয়া যায় স্কুটারে। উল্লেখ্য যে E1 Astro জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং আরও 20টিরও বেশি দেশে উপস্থিত রয়েছে।