Read In
Whatsapp
Bike News

স্মার্টফোনের থেকেও কম দাম! বাড়ি নিয়ে আসুন এই স্টাইলিশ ই-সাইকেল, পাবেন 100 কিমি রেঞ্জ

হিরো এবং টাটাকে চমকে দিয়ে মাত্র এত কম দামেই এই দুর্দান্ত ই-সাইকেল লঞ্চ করল কোম্পানি

ফরাসি স্পোর্টস অ্যাপারেল কোম্পানি Decathlon সম্প্রতি নিজেদের প্রথম ইলেক্ট্রিক সাইকেলের নিয়ে হাজির হয়েছে। এর আগে সাইকেল বিক্রি করতো সংস্থাটি কিন্তু এবার তার সাথে সাথে ই-সাইকেলের ব্যবসাও শুরু করেছে তারা। আর এই ই-সাইকেল হার মানাবে বহু নামীদামী মোটরবাইককেও। কিন্তু কেমন ফিচারস রয়েছে সেখানে? চলুন জানাচ্ছি আপনাদের।

সম্প্রতি ভারতের বাজারে নিজেদের প্রথম ই-সাইকেল নিয়ে এসেছে Decathlon। এই ই-সাইকেলের নাম Decathlon Rockrider E-ST100। আপনি এখানে সাইকেল এবং বাইকের উভয়ের সুবিধা পেয়ে যাবেন। তাই সকাল সকাল এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে পারেন স্বাস্থ্যের কথা ভেবে আবার ফেরার সময় সেকশনে উপস্থিত ব্যাটারি আপনাকে টেনে নিয়ে আসবে।

আপাতত এই সাইকেলটি দুটি ভ্যারিয়েন্টে আসে, মিডিয়াম এবং লার্জ। নিজেদের ইচ্ছেমত সাইজে চড়তে পারেন আপনি। সাইক্লিংয়ের ক্ষেত্রে ইকো, স্ট্যান্ডার্ড এবং বুস্ট এই তিনটি মোড পাওয়া যায়। সাথে সেখানে LCD ডিসপ্লেও রয়েছে। যেখানে আপনি সাইকেলের গতি, ব্যাটারি লেভেল, দূরত্ব ইত্যাদি সমস্ত কিছুর সুবিধা পাবেন।

Decathlon Rockrider এর E-ST100 বাইকটির শোরুম প্রাইস রয়েছে 84,999 টাকা। সমস্ত ট্যাক্স ইত্যাদি মিলিয়ে আপনাকে মোট 1,29,999 টাকা পে করতে হবে। তবে এই প্রিমিয়াম দামের কারণ এর প্রিমিয়াম ফিচারস। ফুল চার্জে এই ই-সাইকেলটির রেঞ্জ রয়েছে 100কিমি। Samsung এর শক্তিশালি 380 AH লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক উপস্থিত সেখানে। শুধু তাই না, গাড়িতে 250 ওয়াটের রিয়ার হাব মোটর 42Nm টর্ক তৈরি করে। সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছুটতে পারবে সেটি।

100 কিমি রেঞ্জের বাইকটি চার্জ হতে 6 ঘণ্টা সময় নেয়। এছাড়া জানিয়ে রাখি যে, Decathlon সাইকেলেটির ফ্রেমের ওপর লাইফটাইম ওয়ারেন্টি দিচ্ছে। ব্যাটারির ক্ষেত্রে এই সংখ্যা 2 বছর অথবা 500 চার্জিংয়ের। প্রসঙ্গত উল্লেখ্য ভারতের প্রথমে মাত্র 150টি এরকম ই-সাইকেল নিয়ে এসেছে। আগামী সময়ে এই সংখ্যা আরো বাড়াতে পারে কোম্পানি।

Back to top button