TRENDS
Advertisement

Mukesh Ambani: চোখে লাগবে না ধুলো-বালি ও সূর্যের তাপ, এই দু’ই বাইক ব্যাপক পছন্দ মুকেশ আম্বানির

ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানির(Mukesh Ambani) গাড়ির শখ নিয়ে কম আলোচনা হয়না। তার চারচাকার বহর দেখে মানুষের মধ্যে কৌতুহল জাগে। কী নেই সেখানে, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িতে সওয়ারি করেন আম্বানি। বিলাসবহুল…

Published By: Ritwik | Published On:

ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানির(Mukesh Ambani) গাড়ির শখ নিয়ে কম আলোচনা হয়না। তার চারচাকার বহর দেখে মানুষের মধ্যে কৌতুহল জাগে। কী নেই সেখানে, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িতে সওয়ারি করেন আম্বানি। বিলাসবহুল গাড়ি তো বটেই, সাথে তিনি নিজের সুরক্ষায় যে গাড়ি ব্যবহার করেন সেটাও আকর্ষণীয়। কিন্তু জানেন কী তার গ্যারেজে দুখানা বাইকও রয়েছে!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আসলে মুকেশ আম্বানির বাড়ির গ্যারেজে লাক্সারি বিলাসবহুল গাড়ির অভাব নেই। যেখানে রেঞ্জ রোভার, এমজি গ্লস্টার, টয়োটা ফরচুনার, ফোর্ড ইত্যাদি র বিরাট কালেকশন। আবার বাজারে নেই এমন গাড়িও রয়েছে, কিন্তু সেখানে ঢুঁ মারলে একগুচ্ছ বাইকও দেখতে পেয়ে যাবেন আপনি! কিন্তু কোন ব্র্যান্ডের গাড়ি রয়েছে আম্বানির কাছে?Mukesh Ambani: চোখে লাগবে না ধুলো-বালি ও সূর্যের তাপ, এই দু'ই বাইক ব্যাপক পছন্দ মুকেশ আম্বানির

জানা যাচ্ছে যে, মুকেশ আম্বানির ভাঁড়ারে রয়েছে দুই খানা রয়্যাল এনফিল্ড বাইক! আসলে গত 2018 সালে রোড রেজ কাস্টম বিল্ডস 2টি কাস্টম বিল্ট রয়্যাল এনফিল্ড বুলেট উপহার দেয় মুকেশ আম্বানিকে। এই মোটরবাইকগুলি আর পাঁচটা বুলেটের মতো নয়। পুরোপুরি কাস্টম মেড বাইকে রয়েছে বড় প্রোটেক্টিভ ভাইজর। তারফলে সূর্যের তাপ, ধুলো-বালি ইত্যাদি থেকে চোখ নিরাপদ থাকবে। Mukesh Ambani: চোখে লাগবে না ধুলো-বালি ও সূর্যের তাপ, এই দু'ই বাইক ব্যাপক পছন্দ মুকেশ আম্বানির

এনফিল্ড বাইকগুলোতে অতিরিক্ত স্টোরেজের জন্য গাড়িতে রয়েছে একটি বড় বক্স। সেগুলো আপনাকে সাহায্য করবে দূরে কোথাও ঘুরে আসতে। বাইকের ওপর নীল-হলুদ স্ট্রাইপের সঙ্গে সাদা রঙে ডিজাইন করা রয়েছে। তাছাড়া বাইকে পুলিশ লাইটও দেয়া হয়েছে। এতদিন গাড়ির কালেকশন সম্পর্কে শুনেছিলেন, কিন্তু তার বাইক সম্পর্কে কতটা জানতেন আপনি?

About Author