Read In
Whatsapp
Bike News

বাজেট কম? নো টেনশন, মাস গেলে ৪,৭৯২ টাকাতেই পেয়ে যান ঝাঁ চকচকে রয়্যাল এনফিল্ড হান্টার, দেখুন হিসেব

এই সবে বছর দুয়েক হয়েছে বাজারে এসেছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। শুরুর থেকেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই মডেল। যদিও হান্টারের আরও অনেক মডেলই বাজারে রয়েছে তবে সবচেয়ে জনপ্রিয় এটিই। বিক্রির নিরিখেও সবার শীর্ষে রয়েছে এই মডেল। এখন আপনিও যদি এই বাইক কেনার কথা ভাবছেন তাহলে তার আগে কিছু বিশেষ তথ্য জেনে নেওয়া উচিত। কী সেই তথ্য? সেটাই জানাবো আপনাদের।

আসলে বাড়ি হোক কী গাড়ি, কোনও কিছুতে ইনভেস্ট করার আগে নিজের পকেটের অবস্থাটা জেনে নেওয়া জরুরী। আপনার পছন্দের জিনিসটির সাথে আপনার মাস মাইনের সম্পর্ক সুখকর কী না তার হিসেব করাটা ভীষণভাবে আবশ্যক। এই যেমন রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর বেস মডেলের জন্য খরচ করতে হবে ১.৪৯ টাকা। এখন আপনি যদি বাইক ফাইন্যান্স প্ল্যানের কথা ভাবছেন তাহলে চটপট এই হিসেবটা দেখে নিন।

রয়্যাল এনফিল্ড হান্টার ফাইন্যান্স প্ল্যান

প্রথমেই বলে রাখা ভালো, এই বাইকটির বেস ভ্যারিয়েন্টের দাম ১.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। আরটিও এবং ইন্সুরেন্স খরচ যোগ করে এই অন রোড প্রাইস পড়বে ১.৬৬ লক্ষ টাকা। এখন যদি আপনি ১৭,০০০ টাকা ডাউন পেমেন্ট করেন এবং ৯.৭ শতাংশ সুদে বাকি টাকা লোন নেন তাহলে আপনার মাসিক কিস্তি পড়বে ৪,৭৯২ টাকা। এছাড়াও বাইকের ফুয়েল এবং মেইনটেনেন্স বাবদ আরও ৭ থেকে ৮ হাজার টাকার মত খরচের হিসেব ধরে রাখতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগেই হান্টারের দুটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। ড্যাপার/অরেঞ্জ এবং ড্যাপার/গ্রিন রঙের এই দুটি বাইক বেশ সাড়া ফেলেছে বাইকপ্রেমীদের মধ্যে। এদিকে হান্টার ৩৫০ এর যে রঙ গুলি বাজারে উপলব্ধ সেগুলি হল ফ্যাক্টরি ব্ল্যাক, ড্যাপার অরেঞ্জ, ড্যাপার গ্রিন, ড্যাপার হোয়াইট, ড্যাপার গ্রে, রেবেল ব্লু, রেবেল রেড এবং রেবেল ব্ল্যাক।

Royal Enfield Hunter 350 Metro Retro 1

কিছুদিন আগে বাইকের দুটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। নতুন দুটি রঙের সঙ্গে হাজির হয়েছে হান্টার – ড্যাপার/অরেঞ্জ এবং ড্যাপার/গ্রিন। দাম রয়েছে 1,69,656 টাকা (এক্স-শোরুম)। হান্টার 350 যে সব রঙে পাওয়া যায় সেগুলি হল – ফ্যাক্টরি ব্ল্যাক, ড্যাপার অরেঞ্জ, ড্যাপার গ্রিন, ড্যাপার হোয়াইট, ড্যাপার গ্রে, রেবেল ব্লু, রেবেল রেড এবং রেবেল ব্ল্যাক।

Back to top button