Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

খোদ ইতালির বাজারে দাদাগিরি মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক স্পোর্টস বাইকের, সারাবিশ্বে আত্মপ্রকাশ এইদিন

আজকাল ভারতে বৈদ্যুতিক গাড়ির ক্রেজ খুব দ্রুত গতিতে বেড়েছে। বাজারে বিভিন্ন সেগমেন্টে বৈদ্যুতিক স্কুটি, বৈদ্যুতিক গাড়ির প্রচলন অনেকটাই বেড়েছে। কিন্তু আপনি যদি বাইক প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর রয়েছে। আল্ট্রাভায়োলেট অটোমোটিভ কোম্পানি তাদের বৈদ্যুতিক স্পোর্টস বাইক লঞ্চ করেছে।

আল্ট্রাভায়োলেট F77 নামে বাইকটি বাজারে এনেছে তারা। দারুণ লুক এবং শক্তিশালী ব্যাটারির কারণে 300 কিমি রেঞ্জ দিতে সক্ষম এই বাইক। আল্ট্রাভায়োলেট F77 বাইকে 36.2bhp (27kW) এয়ার-কুলড মোটর রয়েছে এবং সেটি 7.1kWh ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত৷ কোম্পানির দাবি অনুযায়ী F77 সর্বোচ্চ 206km (IDC) রেঞ্জ এবং 140km/h এর গতিতে ছুটতে সক্ষম।

F77 এর রিকন এবং স্পেস এডিশনে 39bhp (29kW) এবং 40bhp (30.2kW) মোটর রয়েছে। এই ভার্সনে 10.3kWh ব্যাটারি ইউনিট রয়েছে যা 307km (IDC) মাইলেজ দেয়। এর মধ্যে রিকন এডিশনের সর্বোচ্চ গতি ঘন্টায় 147 কিমি এবং স্পেস এডিশনের ঘন্টায় 152 কিমি। ফলে বোঝাই যাচ্ছে মারাত্মক শক্তিশালী হতে চলেছে এই বাইকগুলো।

আল্ট্রাভায়োলেট F77 বাইকের 3টি ভেরিয়েন্টেই স্টিলের ট্রেলিস ফ্রেম রয়েছে, যা সামনের দিকে আপসাইড ডাউন ফর্ক এবং পিছনের মনোশক দ্বারা সাসপেন্ড করা হয়েছে। সামনের দিকে একটি 320mm ডিস্ক এবং পিছনে একটি 230mm ডিস্ক দিয়েছে কোম্পানি। 17 ইঞ্চির অ্যালয় হুইল সেটি মাউন্ট করা রয়েছে।

উল্লেখ্য, ভারতের দ্রুততম অল-ইলেকট্রিক মোটরসাইকেল আল্ট্রাভায়োলেট F77 ইতালিতে আসন্ন EICMA ট্রেড শোতে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করবে। বেঙ্গালুরু-ভিত্তিক ইভি স্টার্ট-আপটি গত বছরই F77 লঞ্চ করে। তিনটি ভার্সনের এক্স শোরুম দাম 3.80 লক্ষ টাকা থেকে 4.55 লক্ষ টাকার মধ্যে রয়েছে। এরমধ্যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 3.80 লাখ, রিকনের 4.55 লাখ এবং স্পেস এডিশনের দাম 5.50 লাখ টাকা।

Back to top button