Read In
Whatsapp
Bike News

Bike News : 300 থেকে 500CC সেগমেন্টে বিপুল বিক্রি, সেগমেন্টের লিডার হয়ে উঠল Royal Enfield

2023 সাল বাইকের বাজারের জন্য বিশেষ ছিল। বাজারে এসেছে নানান ব্র্যান্ডের টপ মডেল। Triumph, Harley Davidson এর মতো কোম্পানি আবার ভারতের বাজারের জন্যই বিশেষ বাইক লঞ্চ করেছে। একইসাথে পরিবর্তন এসেছে বাজারে। আবার 300 থেকে 500CC মোটরবাইক সেগমেন্ট অনেক বেশী শক্তিশালী বিক্রির সাক্ষী হয়েছে। Best Bikes of 2024

2023 সালের শেষ রিপোর্ট অনুযায়ী 2022 সালের তুলনায় 300 থেকে 500 সিসি সেগমেন্টে বিক্রি বেড়েছে 3.70%। এই সেগমেন্টে সবচেয়ে বেশি বাইক বিক্রি করেছে Royal Enfield। ভারতীয় কোম্পানিটির একাধিক বাইক শীর্ষস্থান অর্জন করেছে। গত ডিসেম্বরে Classic 350 মোট 21,234 ইউনিট বাইক বিক্রি করেছে। এই রেকর্ড জানাচ্ছে আগের বছরের তুলনায় বিক্রি বেড়েছে 2.67%।

Classic 350 নেতৃত্ব দিলেও তার সাথে রয়েছে Bullet 350। 12,607 ইউনিট বিক্রির সাথে বাইকের বিক্রি বেড়েছে 3.36%। খারাপ ফলাফল Hunter 350 বাইকের। 11,705 ইউনিট বিক্রির সাথে Hunter এর বিক্রি কমেছে 32.19%। সবমিলিয়ে 300 থেকে 500 সিসি সেগমেন্টের 17.80% দখল করেছে Royal Enfield।

এই সেগমেন্টের অন্যান্য উল্লেখযোগ্য বাইক নির্মাতা হলো Jawa Yezdi, Triumph 400, এবং Harley Davidson X440। Triumph 400 এবং Harley Davidson X440 শক্তিশালী পারফরম্যান্সের সাথে বাজারে প্রবেশ করেছে, যথাক্রমে 3.46% এবং 3.33% শেয়ার অর্জন করেছে। নতুন লঞ্চ করা Honda CB 350 এবং CB 300 বাইকদুটিও ব্যপক বিক্রি হচ্ছে। CB 350 বাইকের বিক্রি বেড়েছে 91.39%। গত ডিসেম্বরে KTM ও ভালো ফলাফল করেছে। 101.38% বিক্রি বাড়ার সাথে মোট 583টি 390 Duke বিক্রি হয়েছে।

Back to top button