Read In
Whatsapp
Bike News

এসে গেল নতুন Honda CB300R, পিছিয়ে নেই 250Duke ও, কিন্তু কোনটা বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

KTM সম্প্রতি তাদের নতুন Duke সিরিজের বাইক নিয়ে হাজির হয়েছে। 390 Duke এই মুহুর্তে কোম্পানির flagship product। কিন্তু বাজেট এবং পারফরম্যান্সের হিসেবে পিছিয়ে নেই 250 Duke ও। সেখানেও নজরকাড়া ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন দিয়েছে KTM। কিন্তু 250 Duke কে বড় চ্যালেঞ্জ জানাবে Honda। CB300R বাইকটিও প্রতিযোগিতায় বিন্দুমাত্র পিছিয়ে নেই।

Honda CB300R এর সাথে টক্করে কেমন অবস্থানে রয়েছে 250 Duke? চলুন দেখে নেওয়া যাক।

ইঞ্জিন:

KTM Duke- 250 Duke এ 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ 30.5hp শক্তি এবং 25 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম 250 Duke এর ইঞ্জিন। 6 গতির ট্রান্সমিশনের সাথে আসে সেটি।

Honda CB300R- এখানেও 286 সিসির ইঞ্জিন পাওয়া যায়। আর সেটি সর্বোচ্চ 30.7 hp শক্তি এবং 27.5 Nm টর্ক তৈরি করতে পারে। এখানেও 6 গতির ট্রান্সমিশন পাওয়া যায়।

ফিচার্স:

KTM Duke- এই বাইকে রাইড বাই রাইড ওয়্যার থ্রটেল সিস্টেম সহ স্লিপার ক্লাচ, কুইক শিফটার, 5 ইঞ্চি LCD স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং মিউজিক কন্ট্রোলের মতো ফিচারস দেখতে পাওয়া যায়। হেদল্যাম্প এবং টেল ক্যাম্পে ব্যবহার করা হয়েছে শক্তিশালী LED আলো। ডুয়াল চ্যানেল ABS সহ রিয়ার মনো শক সাসপেনশন পাওয়া যায়।

Honda CB300R- KTM এর মত এখানেও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, টেকোমিটার, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল ডিস্ক ব্রেক এবং LED লাইট দেখা যায়। তবে ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যায়না এখানে।

ফিচারসের দিক দিয়ে দুই বাইকে তেমন পার্থক্য নেই ।

 

দাম:

KTM- 250 ডিউকের এক্স শোরুম দাম রয়েছে 2.39 লাখ টাকা।


Honda- CB300R বাইকের এক্স শোরুম দাম 2.40 লক্ষ টাকা।

Back to top button