Kawasaki বিশ্বের প্রথম শক্তিশালী হাইব্রিড মোটরবাইক নিয়ে এসেছে। জাপানি এই কোম্পানি আগামী সময়ে বৈদ্যুতিক এবং হাইব্রিড প্রযুক্তিকে নিজের স্ট্র্যাটেজি বানিয়ে নিতে চাইছে। কয়েকদিন আগেই Ninja E1 এবং ZE 1 নামের দুটি বাইক লঞ্চ করেছে বাজারে। এরপরই Ninja 7 Hybrid বাইকটি লঞ্চ হয়েছে। পরিবেশ দূষণ রোধ করতে এবং গ্রাহকদের উপযোগী করে তুলতে হাইব্রিড বাইকের উন্মোচন করেছে কোম্পানি।
ভালো মাইলেজ এবং বেশি শক্তি উৎপন্ন করতে পারে এই বাইক। নতুন নিনজা 7 হাইব্রিড বাইকটি অধিক ক্ষমতা সম্পন্ন। সেখানে 451 সিসি প্যারালাল টুইন ওয়াটার কুল 4 স্ট্রোক ইঞ্জিন থাকছে। ম্যানুয়াল এবং অটোম্যাটিক এই দুই ধরণের গিয়ারের অপশন পাবেন আপনি। এছাড়া ট্র্যাকশন প্লাস ব্যাটারি থাকবে বাইকে।
Kawasaki Ninja HEV Hybrid বাইকের 451cc লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন থাকবে যা একটি 9 কিলোওয়াট বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত। এই ইঞ্জিনের পাওয়ার আউটপুট 58 bhp। ই-বুস্ট ফাংশনের সাথে 68.5 bhp পর্যন্ত শক্তি পেতে পারেন। নিনজা 7 এর সাথে, কাওয়াসাকি তাদের 1000cc সুপারস্পোর্ট বাইকের পারফরম্যান্সের সমান বলে দাবি করছে।
উল্লেখ্য, বাইকের ব্যাটারি মোট 43.5 কিলোওয়াট শক্তি তৈরি করে। এছাড়া বাইকের ই-বুস্ট ফিচার মোট 51.1 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। বাইকটি স্পোর্ট-হাইব্রিড, ইকো-হাইব্রিড এবং ইভি এই তিন মোডে চালানো যাবে। বাইকে পেট্রোল ইঞ্জিন যেমন থাকছে তেমনই 48V লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকও দেখতে পাবেন আপনি।
ফিচার্সে ঠাসা থাকবে বাইকটি। কারণ TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন এর মতো ফিচারস থাকবে সেখানে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এবং ব্যাটারি চালিত ইঞ্জিন, এই দুইয়ের সম্মিলিত শক্তি থাকবে সেখানে। এই বাইক নিয়ে লং ট্রিপে যাওয়া বেশ সহজ হবে। তবে বাইকটির এখনো দাম জানা যায়নি, শীঘ্রই এই বিষয়ে আপডেট আসতে পারে। আগামী জানুয়ারিতে বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।