Read In
Whatsapp
Bike News

Jawa 350 : Royal Enfield কে টেক্কা দিয়ে নতুন বাইক আনল Jawa, আরো সস্তায় কিনুন নতুন রোডস্টার ক্রুজার

ক্রুজার বা রেট্রো স্টাইলের বাইকের কথা বললে সর্বাগ্রে নাম আসবে Royal Enfield এর। একাধিক বেস্ট সেলিং বাইক রয়েছে কোম্পানির। এতদিন প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে থাকলেও এবার Royal Enfield কে টেক্কা দিয়েছে Jawa। Jawa 350 বাইকটি এর আগেও লঞ্চ হয়েছে, কিন্তু সেবার সাফল্য পায়নি কোম্পানি। সেজন্য একেবারে নতুন ডিজাইনের সাথে বাজারে এসেছে বাইকটি। Jawa 350

Jawa 350 বাইকে 178mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যায়। সম্পূর্ণ-নতুন মিস্টিক অরেঞ্জ কালার এবং কন্টিনেন্টাল-রেটেড বেস- ইন-ক্লাস ডুয়াল-চ্যানেল ABS রয়েছে সেখানে। Jawa 350-এর এক্স-শোরুম দাম রয়েছে 2,14,950 টাকা।

এক নজরে বাইকের সমস্ত ফিচারস
1) Jawa 350 বাইকটি তার পূর্বসূরীর আইকনিক সিলুয়েট ধরে রেখেছে। তবে বাইকে আরো ভালো পারফরম্যান্সের জন্য পাওয়ার-প্যাকড বিকল্প রয়েছে। Jawa 350

2) নতুন Jawa বাইকটি মেরুন, কালো এবং নতুন মিস্টিক অরেঞ্জ রঙে পাওয়া যাচ্ছে।

3) Jawa 350 বাইকের সামনে 280mm ফ্রন্ট এবং পিছনে 240mm রিয়ার ডিস্ক ব্রেক সহ ডুয়াল-চ্যানেল ABS রয়েছে। বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল রিয়ার শক সহ টপ ক্লাস নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।

Jawa 350

ইঞ্জিন
Jawa 350 বাইকে রয়েছে 334 cc লিকুইড-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি মোট 22.5 PS শক্তি এবং 28.2 নিউটন মিটারের টর্ক তৈরি করতে সক্ষম। নতুন Jawa বাইকটি শহরের জন্য তো বটেই সাথে হাইওয়ে ক্রুজিংয়ের জন্যও সেরা। সাথে এই বাইকে একটি অ্যাসিস্ট এবং স্লিপ ক্লাচ রয়েছে, যা ব্যবহারকারীদের রাইডিং এক্সপেরিয়েন্স বাড়িয়ে তোলে।

Back to top button