Read In
Whatsapp
Bike News

Jawa 42 Bobber নাকি Royal Enfield Bullet 350, কোন বাইক আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

কয়েকদিন আগেই বাজারে এসেছে নতুন Royal Enfield Bullet 350। RE কে টেক্কা দিয়ে Jawa তাদের 42 Bobber Black Mirror লঞ্চ করেছে। 1 সেপ্টেম্বর বুলেট বাজারে আসার পর গতকাল এসেছে Jawa Bobber। দুটি বাইকই 350 সিসির সেগমেন্টে আসার কারণে একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তাহলে কোন বাইক নেবেন আপনি ?

Royal Enfield Bullet 350 
Royal Enfield এর নতুন Bullet বাইকে J সিরিজের ইঞ্জিন রয়েছে। সেখানে 349 সিসির ইঞ্জিন মোট 20.2 hp শক্তি এবং 27 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্স সমেত মোট 45 কিমি মাইলেজ পাওয়া যায়।

 

Bullet 350 এ হার্ডওয়্যার ও ফিচার্স সমেত দু চাকাতেই আপনি ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং USB পোর্টের মতো ফিচারস রয়েছে। Bullet 350 এর এক্স শোরুম দাম রয়েছে 1.73 লাখ থেকে 2.15 লাখ টাকা। বাইকটি তিনটি ভেরিয়েন্টে বিক্রি হয় বাজারে, এগুলো হলো মিলিটারি, স্ট্যান্ডার্ড এবং ব্ল্যাক গোল্ড। 

Jawa 42 Bobber 
Jawa 42 Bobber বাইকটি আকর্ষণীয় ব্ল্যাক কালারের সাথে আসে, যা নতুন লুক দিয়েছে বাইকটিকে। সেখানে 334 সিসির ইঞ্জিন থাকছে যা মোট 29.49 হর্সপাওয়ার এবং 32.7 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। 5 স্পিড গিয়ার ও স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ সমেত সেখানে 39 কিমি মাইলেজ পাওয়া যায়। 

Jawa 42 এর ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং দু চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে। Bullet এর থেকে Jawa বাইকটি 52 হাজার দাম বেশী। কারণ এটির এক্স শোরুম দাম পড়বে 2.25 লক্ষ টাকা। ডুয়াল টোন পেইন্ট স্কিমে বাইকটি বেশ আকর্ষণীয় লাগছে।

Back to top button