ভারতীয় ইলেকট্রিক বাইক নির্মাতা কোম্পানি ultraviolette। কিছুসময় আগেই তারা F77 বাইকটি লঞ্চ করেছে বাজারে। আর অল্প সময়ের মধ্যেই সেটি বেশ হিট হয়। এরপর EICMA অটো এক্সপোতে নিজেদের সবথেকে শক্তিশালী F99 বাইকের উন্মোচন করেছে ultraviolette। চলুন দেখে নেওয়া যাক নয়া বাইক কেমন হল।
প্রথমেই বলে রাখি এই বাইকটি আসলে একটি কনসেপ্ট বাইক। অর্থাৎ আগামী সময়ে এখানে বেশ অনেকখানি পরিবর্তন আসবে। F99 সুপারবাইকটি মাত্র 3 সেকেন্ডে শুন্য থেকে শুন্য থেকে 100 kmph গতিতে পৌঁছতে সক্ষম। ব্যাটারি চালিত বাইকের ক্ষেত্রে যা একটি নতুন রেকর্ড।
F99 বাইকটির সর্বোচ্চ গতি রয়েছে 265 kmph। বাইকের লিকুইড কুল্ড মোটর 120 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। যা Kawasaki বা KTM এর অনেক বাইকের চেয়েও বহুগুণ বেশী। জানলে অবাক হবেন যে, অনেক চরচাকাতেও এই শক্তি পাওয়া যায়না। বাইকের অ্যারোডাইনামিক ডিজাইন এই পারফরম্যান্স হাসিল করতে সাহায্য করে।
F99 এর ফ্রেম তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে। যার ফলে বাইকটি হালকা হওয়ার সাথে সাথে বেশ শক্তিশালী। F99 বাইকটি স্যাডো, লেসার এবং এয়ারস্ট্রাইক এই তিনটি ভেরিয়েন্টে বিক্রি হবে। আগামী 2024 সালে বাইকটি বাজারে আসবে। তবে এখনো অবধি বাইকের রেঞ্জ এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। উল্লেখ্য, মেড ইন ইন্ডিয়া বাইকটির দাম থাকবে 8.03 লাখ থেকে 9.81 লাখ টাকা।