Read In
Whatsapp
Bike News

2023 এর বাইকের বাজার কেমন হলো? স্পোর্টস বাইক থেকে কমিউটার, সেরা বাইক এগুলোই

 

আচ্ছা সেরা বাইক বললে আপনারা কি ভাবেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় কারো Apache পছন্দ তো কারো মতে Pulsar এর জুড়ি নেই। অনেকে আবার হোন্ডার গাড়ি ছাড়া চলতেই পারেন না। আর এই পছন্দের পিছনে রয়েছে নানান কারণ। এই যেমন কারো দরকার লম্বা মাইলেজ তো কারো স্পোর্টি লুক। কেও আবার শক্তিশালী ইঞ্জিন না হলে সেই বাইক ছুঁয়েও দেখেন না। অর্থাৎ নানা মুনির নানা মত। কিন্তু 2023 সালে সবমিলিয়ে বেশ কয়েকটি দুই চাকা দারুণ ঝড় তুলেছে আর সেই সম্পর্কেই জানাবো আমরা। 

গত 2023 সালে বাজারে এসেছে নানান বাইক। তবে কিছু কমিউটার বাইক রয়েছে যাদের নাম না করলেই নয়। যেমন Honda Shine 100, বাইকটির যেমন লুক তেমনই ক্ষমতাবান। তো চলুন আগে দেখে নেওয়া যাক 2023 সালের সেরা কমিউটার বাইক কোনগুলো। 

সেরা কমিউটার বাইক 

বাইকের নাম ইঞ্জিন দাম (এক্স-শোরুম)
হন্ডা সাইন 100 97 সিসি 65,000 টাকা
হিরো সুপার স্প্লেন্ডর এক্সটেক 124 সিসি 85,149 টাকা
হন্ডা এসপি 160 160 সিসি 1.18 লাখ টাকা
হিরো গ্ল্যামার 125 সিসি 82,348 টাকা
হন্ডা এসপি 125 স্পোর্টস 125 সিসি 90,567 টাকা

কমিউটার বাইক তো হলো কিন্তু যদি প্রিমিয়াম বাইকের কথা হয় তাহলে সবার প্রথমে নাম আসবে নতুন বুলেটের। গত সেপ্টেম্বর মাসেই বুলেট এসেছে নয়া অবতারে। সেখানে যেমন যুক্ত হয়েছে নতুন ইঞ্জিন তেমনই রয়েছে আপডেটেড লুক। এছাড়া আরো কয়েকটি প্রিমিয়াম বাইক এসেছে সেইসাথে। সেগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো। 

সেরা 5 প্রিমিয়াম মোটরসাইকেল

বাইকের নাম ইঞ্জিন দাম (এক্স-শোরুম)
রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি 1.73 লাখ টাকা
টিভিএস অ্যাপাচি আরটিআর 310 312 সিসি 2.42 লাখ টাকা
এপ্রিলিয়া RS 457 457 সিসি 4.10 লাখ টাকা
ট্রায়াম্ফ স্পিড 400 398 সিসি 2.33 লাখ টাকা
হিরো ক্যারিশমা XMR 210 210 সিসি 1.79 লাখ টাকা

সবমিলিয়ে 2023 বাইকের বাজারের জন্য দারুণ কেটেছে। আগামী সময়ে অর্থাৎ 2024 আরো রঙিন হতে চলেছে এই বাজার। কমিউটার সেগমেন্ট থেকে স্পোর্টস বা ক্রুজার, সমস্ত ক্ষেত্রেই যুক্ত হতে চলেছে নয়া দুই চাকা। 

Back to top button