125 সিসি ইঞ্জিন সম্পন্ন বাইকের বেশ চাহিদা রয়েছে বাজারে। আর এক্ষেত্রে Shine 125 বাইকটি বেশ জনপ্রিয়। দারুণ মাইলেজ এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে Shine আজ বেস্ট সেলিং বাইকের একটি। আরামদায়ক যাত্রার জন্যও আদর্শ এই বাইক। বাইকটির কি ফিচারস রয়েছে দেখে নেওয়া যাক চলুন।
Honda Shine এ 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে যা মোট 10.74 PS শক্তি এবং 11 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি মাত্র 13.43 সেকেন্ডেই গতিতে পৌঁছাতে সক্ষম। LED হেডলাইট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টুইন পড ক্লাস্টার, ওডোমিটার এবং একটি ফুয়েল গেজ রয়েছে এখানে।
সামনের ডিস্ক ব্রেক এবং একটি পিছনের ড্রাম ব্রেক রয়েছে। বাইকটি চারটি ভেরিয়েন্ট এবং আটটি রঙের সাথে আসে। আরামদায়ক যাত্রার জন্য বাইকে টেলিস্কোপিক ফর্ক এবং একটি আরামদায়ক আসন রয়েছে। এছাড়া Shine 125 এর মাইলেজ ও অসাধারণ। প্রতি লিটারে 65 কিমি মাইলেজ দেয় বাইকটি।
বাইকে 10.5 লিটারের জ্বালানি ট্যাংক রয়েছে। অর্থাৎ একবার ফুল ট্যাংকি করলে মোট 650 কিমি যেতে পারেন আপনি! বাইকের বেস মডেলের এক্স শোরুম দাম 78,687 টাকা। টপ ভেরিয়েন্টের দাম পড়বে 83,800।