Read In
Whatsapp
Bike News

১ লাখের কমেই ঝক্কাস মোটরবাইক! দুর্দান্ত মাইলেজের সাথে পাবেন নজরকাড়া ডিজাইন

মধ্যবিত্ত ভারতীয়র কাছে কমিউটার এবং স্পোর্টস কমিউটার বাইক-ই হল স্বর্গ। হিসেব বলছে, দেশে এই বাইকগুলির বিক্রি সবথেকে বেশি। যার কারণে কোম্পানি গুলিও একটার পর একটা বিকল্প এনে চলেছে। আর এই দৌড়ে এগিয়ে রয়েছে হিরো, বাজাজ এবং হন্ডার মত কোম্পানিগুলি। কারণ ১ লাখ টাকারও কম বাজেটে বাজারে উপলব্ধ এই বাইকগুলি।

তবে অনেকসময়ই মানুষ দ্বন্দ্বের মধ্যে থাকেন যে, কোন বাইকটি কিনবেন‌। সেই চিন্তা দূর করতেই আজকের প্রতিবেদন। Bajaj, Honda ও Hero এর মতো জনপ্রিয় কোম্পানিগুলো কম দাম ও ভালো মাইলেজের বাজারে একাধিক বাইক এনেছে। বিশেষ করে হিরো স্প্লেন্ডার প্লাস ও হিরো এইচএফ ডিলাক্সের বাইক সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আজকের প্রতিবেদনে এই বাইকগুলির তুল্যমূল্য বিচার করব।

Hero Splendor Plus : কম দামে সেরা একটি বাইক হল হিরো স্প্লেন্ডার প্লাস। বাইকটির প্রারম্ভিক দাম 74,220 টাকা (এক্স শোরুম)। বাইকটির 62 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। বাইকটির সর্বোচ্চ গতিবেগ প্রায় ৮৫ কিমি প্রতি ঘন্টা।

Bajaj Platina 110 : সাশ্রয়ী মূল্যের আরও একটি বাইক হল বাজাজ প্লাটিনা 110। বাইকটিতে পাবেন 115 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 9.81 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সাথে পেয়ে যাবেন 5 স্পিড গিয়ারবক্স। এছাড়া লিটারে 60-এর উপর মাইলেজ দিয়ে থাকে। বাইকটির প্রারম্ভিক দাম, 78,325 টাকা (এক্স শোরুম)।

Honda CD 110 Dream Deluxe : গুরুত্বপূর্ণ ফিচার হল টিউবলেস টায়ার এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সেনসর। বাইকটির সর্বোচ্চ টর্ক হল 9.30 Nm @ 5,500 rpm। বাইকটির মাইলেজের কথা বললে প্রতি লিটারে 62 কিমি মাইলেজ দেয়। বাইকটির সর্বোচ্চ গতি 86 কিমি প্রতি ঘন্টা।

Back to top button