Read In
Whatsapp
Bike News

Royal Enfield কে টেক্কা দিতে Honda আনল নতুন CB 350, এবার কম দামেই মিলবে বাম্পার পারফরম্যান্স

কিছু সময় আগেই Honda তাদের নতুন CB 350 লাইনআপের প্রদর্শন করে ভারতের বাজারে। সেসময় নানান এডিশন এবং ভিন্ন রঙের সাথে বাইকগুলো লঞ্চ হয়। কিন্তু এবার বাইকগুলোর দাম জানা গিয়েছে। Honda CB 350 বাইকের দাম শুরু হচ্ছে 2 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে। বাইকটি হোন্ডার H’ness CB 350 এবং CB 350 RS এর থেকে অনেকখানি আলাদা।

CB 350 বাইকটি বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে Honda। এগুলো হলো DLX এবং DLX PRO। যে দাম এবং বাজেটের সাথে গাড়িটি লঞ্চ হয়েছে তাতে Royal Enfield Classic 350 বড় টক্কর পাবে। Honda CB 350 বাইকটি কেবল Big Wing ডিলারশিপ থেকেই বিক্রি করবে Honda। এখানে উল্লেখ্য যে, বাইকে10 বছরের ওয়ারেন্টি রয়েছে। (3 বছরের স্ট্যান্ডার্ড+অতিরিক্ত 7 বছর)।

বাইকের লুককে আরো সমৃদ্ধ করেছে বাইকের সামনে থাকা গোলাকার LED হেডলাইট। CB350 সম্পূর্ন ক্লাসিক চেহারা নিয়ে এসেছে বাজারে। বেশ কিছু ভার্সনে বাইকে ক্রোম বেজেল দেওয়া হয়েছে। অন্যান্য অপশনের মধ্যে বাইকে ম্যাট লুক ফিচারস দেখতে পাওয়া যায়। নতুন CB350-এর অন্যান্য স্টাইলিং উপাদানগুলির মধ্যে রয়েছে স্প্লিট সিট, মেটাল ফেন্ডার, মেটালিক ফ্রন্ট ফর্ক কভার এবং একটি অল-এলইডি লাইটিং সিস্টেম (গোলাকার এলইডি হেডলাইট, এলইডি উইঙ্কার এবং এলইডি টেল ল্যাম্প)।

Honda CB350 ইঞ্জিন স্পেসিফিকেশন: Honda CB 350 বাইকে 348 সিসি এয়ার-কুল, 4-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, PGM-Fi ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 5,500rpm-এ 20.8bhp শক্তি এবং 3,000rpm-এ 29.4Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। CB350 বাইকটি একটি ডাবল-ক্র্যাডেল ফ্রেমের মধ্যে আবদ্ধ এবং একটি পাঁচ-গতির গিয়ারবক্সের যুক্ত রয়েছে।

CB 350 বাইকে সাসপেনশনের জন্য থাকছে নাইট্রোজেন-চার্জড রিয়ার সাসপেনশন এবং টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক রয়েছে। ডুয়াল-চ্যানেল ABS সহ দুই চাকাতেই ডিস্ক ব্রেক পাওয়া যায়। সামনে 310mm এবং পিছনে 240mm ডিস্ক ব্রেক সহ বাইকটির স্টপিং পাওয়ারও দারুণ। বাইকটির DLX ভেরিয়েন্টটির এক্স শোরুম দাম 2 লক্ষ টাকা, DLX PRO এর এক্স শোরুম দাম থাকছে 2.18 লক্ষ টাকা।

Back to top button