Read In
Whatsapp
Bike News

বাইক কিনতে চান কিন্তু পকেটে টান? 10,000 টাকা দিলেই হাতে পাবেন 65 কিমি মাইলেজ দেওয়া Honda Shine

রেসিং, স্ট্রীট, অ্যাডভেঞ্চার ইত্যাদি বাইকের বিক্রি বাড়লেও দেশের অন্দরে কমিউটার সেগমেন্টের বাইকের বিক্রিই বেশি। এক্ষেত্রে মানুষের চাহিদা কম বাজেটে দুর্দান্ত মাইলেজ এবং মোটামুটি ভালো পারফর্ম্যান্স। আর এসব চাহিদা পূরণ করতে সক্ষম নতুন Honda SP 100। চলতি বছর মার্চ মাসেই বাইকটি এসেছে বাজারে।

ইঞ্জিন এবং মাইলেজ : Honda এর এই বাইকে আপনি 98 সিসির সিঙ্গেল সিলিন্ডার পেয়ে যাবেন। বাইকটি মোট 7.38 পিএস শক্তি এবং 8.05 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। 4 গতির গিয়ার বক্সের সাথে গাড়িটি 65 কিমির মাইলেজ দেয়।

ফিচারস: বাইকে আপনি কিক এবং সেল্ফ স্টার্ট উভয়ই একসাথে পেয়ে যাবেন। এছাড়া বাইকটি 3 বছরের ওয়ারেন্টির সাথে এলেও সেটি 7 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। বাইকের দুই চাকাতেই ড্রাম ব্রেক মিলবে।

দাম: Honda Shine 100 এর এক্স-শোরুম দাম 64,900 টাকা। বাংলায় গাড়িটির অন রোড দাম হতে পারে 77,699 টাকা। আপনি এই টাকা একবারে দিতে না পারলে নিচের ফাইন্যান্স প্ল্যান দেখে নিন

ফাইন্যান্স প্ল্যান : মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্ট করেই কিনতে পারেন এই বাইক। এক্ষেত্রে আপনাকে বাকি টাকা লোন নিতে হবে। 3 বছরের জন্য লোন নিলে এবং তার ওপর 9.7% সুদ বসলে মাসিক EMI খরচ হবে মাত্র 2175 টাকা।

Back to top button