Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

280 KM মাইলেজ! বাজারের সমস্ত স্কুটারকে মাত দিতে আসছে Honda Activa-র বৈদ্যুতিক সংস্করণ, দাম কত?

আজ থেকে বছর খানেক আগে অবধি স্কুটার বলতে মানুষ বুঝত পেট্রল স্কুটার। তবে এখন সময় বদলেছে। বদলে গেছে মানুষের ভাবনাচিন্তার স্রোত। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের পছন্দ এখন বৈদ্যুতিক স্কুটার। বিশেষ করে হন্ডা অ্যাক্টিভার (Honda Activa) চাহিদা তো এখন তুঙ্গে। সম্প্রতি সংস্থাটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, খুব শীঘ্রই আসতে চলেছে হন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণ।

যদিও স্কুটারটি কবে লঞ্চ হবে সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন টেক মিডিয়া স্কুটারটির ফিচার্স এবং স্পেশিফিকেশন নিয়ে যে সব রিপোর্ট প্রকাশ করছে তাতে এটা স্পষ্ট যে, এই ই ভেহিকল সবাইকে টেক্কা দেবে। সূত্রের খবর, নতুন হন্ডা অ্যাক্টিভা প্রায় ২৮০ কিমিরও বেশি রেঞ্জ দেবে। পাশাপাশি এতে থাকবে একটি শক্তিশালী ইঞ্জিন।

স্কুটারটির ফিচার্স এবং স্পেশিফিকেশন : প্রথমেই বলি, এই স্কুটারটি অত্যাধুনিক প্রযুক্তি সহ ডিজাইন করা হয়েছে। নিরাপত্তা, রাইডিং অভিজ্ঞতা স্মুথ করার জন্য একাধিক নয়া ফিচার্স যোগ করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। বাজারে উপস্থিত ওলা এবং টিভিএস-র ইলেকট্রিক স্কুটারকে কড়া টক্কর দিতে চলেছে হন্ডা অ্যাক্টিভার এই নয়া স্কুটার।

দাম : হন্ডা এখনও আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি। বৈদ্যুতিক গাড়ির বাজারে এটি প্রতিযোগিতামূলক মূল্যের হবে বলেই আশা করছে বিশেষজ্ঞরা।

লঞ্চ তারিখ : সোশ্যাল মিডিয়ার গুঞ্জন থেকে স্পষ্ট যে, গ্রাহকরা এই স্কুটারটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। Honda সফলভাবে ইকো-সচেতন রাইডার এবং প্রযুক্তি উভয় ক্ষেত্রেই গ্রাহকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারটি কেবল পরিবহনের একটি মাধ্যম নয়, বরং এটি একটি ক্লিনার, গ্রিনার এবং আরও স্মার্ট গতিশীলতার দিকে একটি পদক্ষেপ।

Back to top button