Read In
Whatsapp
Bike News

Hero Xtreme 125R Vs TVS Raider 125 : জমে ওঠেছে বাইকের বাজার, দুই বাইকের মধ্যে কে সেরা দেখে নিন

বছরের শুরুতেই নতুন বাইক লঞ্চ করেছে Hero Motocorp। অ্যাডভেঞ্চার সিরিজের নয়া বাইক Hero Xtreme 125R এসেছে বাজারে। বাইকটির লুক থেকে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু নিয়েই ভারী চর্চা শুরু হয়েছে। আর এই বাইকের মূল প্রতিদ্বন্দ্বী TVS এর Raider 125। কিন্তু জানেন কি কোন বাইক সেরা (Hero Xtreme 125R Vs TVS Raider 125) আপনার জন্য ? চলুন বাইকের ফিচারস এবং সমস্ত তথ্যের ওপর নজর দেওয়া যাক।

ইঞ্জিন
Hero Xtreme 125R বাইকে রয়েছে 124 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 11.5 hp শক্তি এবং 10.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে Raider বাইকে রয়েছে 124.8 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 11.38 hp শক্তি এবং 11.2 Nm টর্ক উৎপন্ন হয়। দুই বাইকেই 5 গতির গিয়ারবক্স যুক্ত রয়েছে। Xtreme 125R বাইকের মাইলেজ এখনো জানা যায়নি, তবে Raider 125 বাইকের মাইলেজ রয়েছে 56.7 kmpl।

এখানে উল্লেখ্য যে, Hero বাইকটি মাত্র 5.9 সেকেন্ডেই শুন্য থেকে 60 kmph গতিতে পৌঁছে যায়। Raider বাইকটি এই গতিতে পৌঁছতে সময় নেয় 6.23 সেকেন্ড।

ব্রেকিং ও সাসপেনশন কেমন
সাসপেনশনের জন্য Hero এবং TVS উভয় বাইকেই রয়েছে টেলিস্কপিক ও মনোশোক সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য দুই বাইকের সামনেই থাকছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। কিন্তু এক্ষেত্রে কিছুটা এগিয়ে Hero Xtreme 125R। Raider বাইকে ABS সিস্টেম নেই কিন্তু Hero বাইকে সিঙ্গল চ্যানেল ABS সিস্টেম রয়েছে।

দাম
দুই বাইকের দাম প্রায় একই। প্রতিযোগিতা মূলক বাজারে টিকে থাকতে কেও পিছিয়ে নেই। TVS Raider 125 এর দাম রয়েছে 95,219 টাকা থেকে 1.02 লক্ষ টাকা। অন্যদিকে Hero Xtreme বাইকের এক্স শোরুম দাম 95,000 টাকা থেকে 99,500 টাকা।

Back to top button