Read In
Whatsapp
Bike News

একগুচ্ছ ফিচারস নিয়ে হাজির Hero Passion Pro, এবার সাধ্যের মধ্যেই দারুণ পারফরম্যান্স এবং ভরপুর মাইলেজ

বাজারে নতুন বাইক নিয়ে এসেছে Hero Motocorp। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই বাইক লঞ্চ করেছে তারা। Passion সিরিজের নতুন Passion Pro বাইক নিয়ে এসেছে তারা। বাইকটি লঞ্চ করে প্রতিযোগিতায় বেশ খানিকটা এগিয়ে গিয়েছে Hero। যেমন ড্যাশিং লুক তেমনই দূর্দান্ত ইঞ্জিন রয়েছে সেখানে।

বাইকটির ইউনিক ফিচারস প্রতিযোগীদের মধ্যে আলাদা করে তুলেছে Hero Passion Pro কে। বাইকের মাইলেজ এবং ইঞ্জিন উল্লেখ করার মতো, কারণ ইঞ্জিন শক্তিশালী হওয়ার সাথে সাথে দারুণ জ্বালানি দক্ষতা প্রদান করে।

Hero Passion Pro বাইকে একটি ডিজিটাল মিটারের সাথে আসে সেখানে গতি, ওডোমিটার রিডিং, ট্রিপ মিটার রিডিং এবং ফুয়েল গেজের মতো বিভিন্ন তথ্য প্রদর্শন করে। বাইকে রয়েছে একগুচ্ছ সুবিধা যা গ্রাহকদের জন্য দারুণ উপযোগি করে তোলে।

বাইকে রয়েছে 125 সিসির ইঞ্জিন যা মোট 15 PS শক্তি এবং 9.79 Nm টর্ক উৎপন্ন করে। সাথে 55 কিমি মাইলেজ পাওয়া যায় বাইকটিতে। 10 লিটারের ফুয়েল ট্যাংক থাকার কারণে লম্বা দূরত্ব পর্যন্ত মাইলেজ পেতে অসুবিধা হবেনা চালকের।

85 হাজার টাকা এক্স শোরুম দামের সাথে Hero Passion Pro Bajaj Platina 110 H-Gear, Honda CD110 Dream, এবং TVS Radeon-এর মতো বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।

Back to top button