Read In
Whatsapp
Bike News

Hero Maverick and Xtreme 125R : হিরোর সবচেয়ে দামী বাইক Mavrick এর সাথে লঞ্চ হচ্ছে নতুন অ্যাডভেঞ্চার বাইক Xtreme 125R

Hero motocorp 440 সিসির বাইক বাজারে আসছে। বেশ কিছু সময় আগের থেকেই Hero এর তরফে টিজ করা হচ্ছে নতুন বাইকটি নিয়ে। 23 জানুয়ারি সেটি বাজারে লঞ্চ হচ্ছে। বাইকটির নাম পুরোপুরি জানায়নি সংস্থা, তবে বিভিন্ন টিজার থেকে আন্দাজ করা হচ্ছে বাইকটির নাম হতে পারে Mavrick 440। এছাড়া লঞ্চ হতে পারে Xtreme সিরিজের নতুন একটি বাইক (Hero Maverick and Xtreme 125R)।

নতুন বছরের শুরুতেই বেশ বড় আয়োজন করতে চলেছে Hero। বছরের প্রথম লঞ্চেই আসছে 440 সিসির বিরাটাকার বাইক। উল্লেখ্য Hero Mavrick 440 তার প্ল্যাটফর্ম শেয়ার করবে Harley-Davidson X440 এর সাথে। আপাতত পাওয়া খবর অনুযায়ী Hero লাইনআপে এটাই সবচেয়ে দামী বাইক হতে চলেছে।

মার্কেট বিশেষজ্ঞদের ধারণা নতুন বাইকটির দাম 2লক্ষ টাকার আশেপাশেই হবে। Harley Davidson X440 বাইকটির দাম রয়েছে 2,39,500 টাকা থেকে 2,79,500 টাকা। Maverick এর দাম তার চেয়ে সস্তাই হতে চলেছে। Hero Mavrick 440 তে X440-এর মতো ওই একই 440 সিসির সিঙ্গল-সিলিন্ডার, অয়েল/এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে।

নতুন বাইকে Hero Karizma’র কিছু বৈশিষ্ট্য, যেমন TFT স্ক্রিন, ব্লুটুথ কানেকটিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন থাকবে। এছাড়া সেখানে রেট্রো-স্টাইলের ডিজাইন এলিমেন্ট যেমন গোলাকার হেডল্যাম্প, পেশীবহুল জ্বালানী ট্যাঙ্ক, বার-এন্ড মিররও দেখা যাবে। নতুন Mavrick 440 কে বাজার দখলের জন্য লড়তে হবে Royal Enfield Classic 350, Triumph Scrambler 400X এবং Triumph Speed 400-এর মতো বাইকের সঙ্গে।

তবে শুধু Mavrick 440 নয়, সেইসাথে বাজারে আসছে Hero Motocorp এর 125 সিসির নতুন বাইক। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও Hero Xtreme 125R নামে একটি স্পোর্টি নেকেড মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে কোম্পানি। বাইকটির মূখ্য প্রতিযোগী হতে চলেছে TVS Raider 125 এবং Bajaj Pulsar NS 125। বাইকটিতে Glamour 125 এর ইঞ্জিন ব্যবহার করা হবে যা মোট 11 PS শক্তি এবং 10.5 Nm টর্ক উৎপন্ন করে। উল্লেখ্য বাইকটির সম্ভাব্য দাম হতে পারে 90,000 টাকা।

Back to top button