গত 23 জানুয়ারি Hero World 2024 শো চলাকালীন নতুন বাইকের উন্মোচন করে Hero Motocorp। রোডস্টার ডিজাইনের ওপর ভিত্তি করে বাজারে এল নতুন Mavrick 440। Hero motocorp এর ফ্ল্যাগশিপ বাইক হতে চলেছে এটি। কোম্পানির সবচেয়ে দামী এবং প্রিমিয়াম বাইক এই Mavrick। আর এই নতুন বাইক লঞ্চের সাথে সাথে বাজারে তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।
নতুন Mavrick বাইকের ডিজাইন ল্যাঙ্গুয়েজের ওপর বেশ কাজ করেছে Hero Motocorp। সেখানে রয়েছে H আকৃতির LED DRL, LED লাইট এবং সিগন্যাল। সিঙ্গেল পিস সিটের সাথে পেশীবহুল ফুয়েল ট্যাংক এবং ফ্ল্যাট হ্যান্ডেলবার। গোটা বাইকেই রয়েছে নিও রেট্রো লুক। আর এই ডিজাইনকে যোগ্য সঙ্গত দেয় বাইকটির শক্তিশালী ইঞ্জিন।
ইঞ্জিন কেমন হতে চলেছে ?
Hero Mavrick বাইকের যেমন পেশীবহুল চেহারা তেমনই শক্তিশালী ইঞ্জিন রয়েছে বাইকে। বাইকটিকে শক্তি যোগাবে 440 সিসির BS6 Phase 2 ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 27 hp শক্তি এবং 36 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনটি। এখানে জানিয়ে রাখি Mavrick বাইকে যে ইঞ্জিন রয়েছে তা এর আগে Harley Davidson X440 বাইকেও ব্যবহার করা হয়েছে।
ফিচারস এবং দাম
Hero motocorp এর লেটেস্ট বাইকগুলোর মতো এখানেও ফিচারসের কমতি নেই। রয়েছে সম্পূর্ন ডিজিট্যাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার যা ব্লুটুথ কানেকটিভিটির সাথে আসে। এছাড়া USB টাইপ সি পোর্ট, কল এবং এসএমএস অ্যালার্ট সহ নানান আধুনিক ফিচারস রয়েছে বাইকে। বাইকটির দাম এখনো ঘোষণা হয়নি, কিন্তু সেটির দাম থাকতে পারে 2 লক্ষ টাকার মধ্যেই।
নতুন Hero Mavrick মোট 5টি রঙের সাথে পাওয়া যাবে। বেস ভ্যারিয়েন্টে থাকছে স্পোক হুইল এবং তার সাথে সিঙ্গেল আর্কটিক হোয়াইট পেইন্ট। বাইকটির মিড ভ্যারিয়েন্ট অ্যালয় হুইল সমেত সেলেস্টিয়াল ব্লু এবং ফিয়ারলেস রেড কালারে উপলব্ধ। টপ স্পেক মডেলটিতে থাকছে ডায়মন্ড কাট অ্যালয় এবং ফ্যানটম ব্ল্যাক আর এনিগমা ব্ল্যাক কালার।
কবে থেকে পাওয়া যাবে বাইকটি?
23 জানুয়ারি বাইকটি লঞ্চ হয়েছে ঠিকই কিন্তু গ্রাহকদের বাইকটিকে হাতে পেতে এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে, আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাইকটির বুকিং শুরু হয়ে যাবে তবে সেটির ডেলিভারি শুরু হবে সেই এপ্রিল মাস থেকে।