![](https://autoscoop.in/wp-content/uploads/2023/09/hero-karizma-xmr-210.jpg)
সদ্যই বাজারে এসেছে নতুন Hero XMR বাইক। পুরোনো স্মৃতি উসকে দিয়ে বাজার দখল করতে চাইছে Hero। নতুন বাইকটির ফিচারস যেমন দুর্দান্ত ইঞ্জিন তেমনই শক্তিশালী। ডিজাইন মাত দেবে KTM Duke, Yamaha R15 ইত্যাদিদের। চলুন প্রথমে বাইকটির সম্পর্কে দেখে নেওয়া যাক।
ইঞ্জিন : গাড়িটিতে 210 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। মোট 6 স্পিডের গিয়ারবক্স সমেত 25.15 bhp এর পিক পাওয়ার এবং 20.4 Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম।
ফিচারস: থাকছে LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল স্পিডোমিটার, ইন্ডিকেটর ইত্যাদি সহ LED লাইটিং, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং প্রি-লোড অ্যাডজাস্টেবেল মনোশক সাসপেনশন। 17 ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাবেন এই বাইকে।
সুরক্ষা : Karizma XMR 210 গাড়িতে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) থাকছে। যদিও টপ ভেরিয়েন্টেই ডুয়াল চ্যানেল সিস্টেম মিলবে, অন্যান্য ভার্সনে আপনি সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মিলবে।
ডিজাইন : নয়া স্পোর্টি ডিজাইন ক্রেতাদের বেশ আকৃষ্ট করবে। যদিও অন্যান্য বাইকের মতো বাঁকা ভঙ্গিতে নয় বরং বেশ সোজা ভাবেই আরামে বসে বাইক চালাতে পারেন। তীক্ষ্ণ স্টাইলিশ ডিজাইন সহ দ্রুত গতির বাইকটি কিন্তু সাধ্যের মধ্যেই দাম থাকতে পারে।
চলুক গাড়িটির অনরোড দাম দেখে নেওয়া যাক:
এখানে বিভিন্ন শহরে বাইকটির অন রোড দাম দেওয়া হলো
আহমেদাবাদ – 1,96,364 টাকা
চেন্নাই – 1,99,822 টাকা
দিল্লি – 1,99, 822 টাকা
চন্ডীগড় – 2,03,216 টাকা
কলকাতা – 2,03,820 টাকা
মুম্বই – 2,05,009 টাকা
হায়দরাবাদ – 2,10,135 টাকা
বেঙ্গালুরু – 2,21,200 টাকা