Read In
Whatsapp
Bike News

মার্কেটে রাজ চালাচ্ছে Hero, লেটেস্ট সেল রিপোর্ট অনুযায়ী Splendor-ই মার্কেটের কিং

গত অক্টোবর মাসে 1 লক্ষ টাকার নিচের সেগমেন্টের চাহিদা ছিল দারুণ। উৎসবের মরশুমে ব্যপক বিক্রি হয়েছে কমিউটার বাইকগুলো। আর এই সেগমেন্টে একচ্ছত্র রাজ চালায় Hero Motocorp। 3 লাখেরও অধিক Splendor Plus বিক্রি করেছে তারা। পিছিয়ে নেই Honda এবং অন্যান্য কোম্পানিও। তবে এবার Bajaj Platina এর বিক্রি কিছুটা কমেছে।

আপনাদের জানিয়ে দিই যে, গত মাসে মোট 3,11,031 টি Hero Splendor Plus বাইক বিক্রি হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে Honda Shine। বাইকটির মোট বিক্রি 1,63,587। তৃতীয় স্থানে রয়েছে Bajaj Platina। 150 থেকে 200 সিসি সেগমেন্টে Bajaj এর রেকর্ড বিক্রি বাড়লেও কমিউটার সেগমেন্টে এখনো Hero Motocorp ই রাজ চালাচ্ছে।

Hero Splendor Plus
এই বাইকে রয়েছে দারুণ মাইলেজ। 97 সিসির ইঞ্জিন মোট 8 hp শক্তি এবং 8.05 Nm টর্ক উৎপন্ন করে। 4 গতির গিয়ারবক্স সহ বাইকের মাইলেজ রয়েছে 80kmpl। Splendor Plus এর এক্স শোরুম দাম 73,434 টাকা।

Honda Shine: Shine এ 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে যা মোট 10.74 PS শক্তি এবং 11 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি মাত্র 13.43 সেকেন্ডেই গতিতে পৌঁছাতে সক্ষম। 55 কিমি মাইলেজ সহ বাইকটির দাম 80,408 টাকা।

Bajaj Platina 100: জনপ্রিয় প্ল্যাটিনা 100 যেমন দারুণ পারফরম্যান্স দেয় তেমনই দেখতে। আবার মেইনটেনেন্স খরচও বেশ কম। 102 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মোট 7.8 hp শক্তি এবং 8.3Nm টর্ক তৈরি করে। 75 কিমি মাইলেজ পাওয়া যায় এই বাইকে। 65,952 টাকা এক্স শোরুম দামের সাথে প্লাটিনা একটি দারুণ অপশন।

Back to top button