Read In
Whatsapp
Bike News

সস্তায় কিনে ফেলুন নতুন Hero HF Deluxe, এই বাইকের মাইলেজের কাছে পাত্তা পাবেনা কেউ!

Hero Motocorp এর তরফে একটি জনপ্রিয় বাইককে নবরূপে বাজারে লঞ্চ করা হয়েছে। গাড়িটির নাম HF Deluxe। এমনিতে গাড়িটি বহু বছর ধরে ভারতের বাজারে রয়েছে। কম দামে ভালো ফিচারস দেয় HF Deluxe। তবে এবার যে ভেরিয়েন্টটি নিয়ে আসছে Hero Motocorp, তা আগের ভার্সনের থেকে আরো বেশি উন্নততর হতে চলেছে।

নতুন এই বাইকে থাকছে একদম নতুন একগুচ্ছ ফিচারস। এছাড়া নতুন ক্যানভাস ব্ল্যাক এডিশনেও বাইকটি লঞ্চ করছে Hero। নীচে দেখে নিন কী কী ফিচারস থাকবে সেই বাইকে

ইঞ্জিন : 97.2 সিসির এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। সেটি মোট 8 ps শক্তি এবং 8 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিন খুবই শক্তিশালী হওয়ার পাশপাশি এখানে দারুণ মাইলেজও পাওয়া যাবে।

ফিচারস :ফিচারের কথা বললে বাইকে হেড ল্যাম্প কাউল, ফুয়েল ট্যাঙ্ক, সাইড প্যানেল এবং আন্ডার সিটে একাধিক ফিচার দেখা যাবে। ক্যানভাস ব্ল্যাক এডিশনে ফুয়েল ট্যাঙ্ক, বডি ওয়ার্ক ভিজার এবং গ্রিলের পাশাপাশি এক্সজস্ট সহ সবকিছুই কালো হবে। এটি দেখতে খুব আকর্ষণীয় হবে। i3s প্রযুক্তির সাথে আপনি আরো সহজে ইঞ্জিন স্টার্ট/স্টপ করতে পারবেন।

দাম : নতুন Hero HF Deluxe গাড়িটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে কিক স্টার্ট ভেরিয়েন্ট এবং সেলফ স্টার্ট ভেরিয়েন্ট। কিক স্টার্ট ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম 60,760 টাকা এবং সেলফ-স্টার্ট ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম 66,408 টাকা।

Back to top button