Read In
Whatsapp
Bike News

লঞ্চ হয়ে গেল Kawasaki-র নতুন স্পোর্টস বাইক, দাম এবং ফিচারস দেখেছেন?

জাপানি কোম্পানি Kawasaki এর বাইক সারাবিশ্বেই বিরাট জনপ্রিয়। ভারতেও Heavy bikes এর বাজারে নিজেদের বড় প্রভাব রেখেছে তারা। আর উৎসবের মরশুমের আগে তাই নয়া বাইক নিয়ে হাজির Kawasaki। নয়া বাইকটি Ninja 650 এবং Ninja 400 এর ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক দাম, ফিচারস এবং কেমন শক্তিশালী এই বাইক।

ইঞ্জিন: Kawasaki এর নতুন বাইকের নাম Ninja ZX-4R। এখানে আপনি 399 সিসির লিকুইড কুল সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন পাবেন। যা মোট 76hp শক্তি এবং 39Nm টর্ক তৈরি করতে সক্ষম। 6 গতির গিয়ারবক্সের সাথে আসে। এই পাওয়ারট্রেন বাইকটিকে 400 সিসির সেগমেন্টে সবথেকে শক্তিশালী বাইক করে তুলেছে Ninja ZX-4R কে।

ব্রেকিং এবং সুরক্ষা: বাইকটির সাসপেনশনের জন্য থাকছে অ্যাডজাস্টেবেল ফ্রন্ট ফর্ক এবং রিয়ার শক অ্যাবসর্বার। সামনে 290mm ডিস্ক ব্রেক এবং পিছনে 220mm ডিস্ক ব্রেক সহ বাইকে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেখতে পাবেন আপনি।

ফিচার্স: বাইকে থাকছে 4.3 ইঞ্চির ব্লুটুথ কানেকটেড কালার TFT ড্যাশক্যাম। টার্ন-বাই-টার্ন নেভিগেশন এলার্ট সহ স্পোর্ট, রোড, রেইন এবং কাস্টমাইজড মোড পাওয়া যায়। ট্র্যাকশন কন্ট্রোল পাওয়ার মোডের মতো ফিচারসও রয়েছে এই বাইকে।

দাম: Kawasaki Ninja ZX-4R বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8.49 লক্ষ টাকা থেকে। আগামী অক্টোবর মাস থেকে বাইকটি হাতে পাবেন গ্রাহকরা। উল্লেখ্য, এটি কিন্তু বাইকটির বেস ভেরিয়েন্ট কারণ টপ স্পেক ভেরিয়েন্ট এখনো বাজারে লঞ্চ করেনি Kawasaki।

Back to top button