Read In
Whatsapp
Bike News

দারুণ মাইলেজ আর চমৎকার স্টাইল, নতুন Hero Super Splendor লঞ্চ হচ্ছে এইদিন

সামনেই নতুন বছর। আর নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই নানান নতুন বাইক দেখা যায় বাজারে। এক্ষেত্রে Hero Motocorp প্রস্তুতি নিচ্ছে নতুন বাইক লঞ্চ করার বিষয়ে। একদম নয়া লুকের সাথে আসবে সেটি। কবে লঞ্চ হবে সেই নিয়ে এখনো কোনো তথ্য সামনে আসেনি অবশ্য।

খবর অনুযায়ী Hero তাদের বেস্ট সেলিং বাইক Super Splendor এর নতুন ভার্সন আনতে চলেছে। নতুন হিরো সুপার স্প্লেন্ডার বাইকটি আগামী জুন-জুলাই মাসে লঞ্চ হতে পারে। হিরোর পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে অনেক নির্ভরযোগ্য সূত্র বাইকটি সম্পর্কে জানিয়েছে।

রিপোর্ট অনুযায়ী নতুন বাইকটি 2024 সালের জুন এবং জুলাইয়ের মধ্যে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনে কোনো পরিবর্তন করবেনা Hero। পুরানো 125 সিসি ওয়ান সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পাবেন যা এয়ার কুল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হবে। 50 থেকে 55 কিলোমিটার মাইলেজ দেবে বাইকটি। এছাড়া Xtec ভার্সনে আসবে বাইকটি।

উল্লেখ্য যে, XTec প্রযুক্তির সাথে লঞ্চ হওয়া বাইকগুলি আবার ফিচারসের দিক থেকে স্পোর্টস বাইকের সাথে প্রতিযোগিতা করে। নতুন সুপার স্প্লেন্ডারে ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, এবিএস সিস্টেম, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইউএসবি চার্জিং পোর্ট, ফুয়েল গেজ, মাইলেজ ইন্ডিকেটর, সার্ভিস ইন্ডিকেটর সহ আরও কিছু নতুন ফিচার দেওয়া যেতে পারে। আর এত সব কিছু মিলবে তাও 1 লাখের নিচেই।

Back to top button