![](https://autoscoop.in/wp-content/uploads/2023/08/tvs-raider-.jpg)
TVS Raider বাইকটির দারুণ চাহিদা রয়েছে। 125 সিসির ইঞ্জিন এবং দুর্দান্ত ডিজাইনের কারণে গাড়িটি মানুষের প্রথম পছন্দ হয়ে ওঠেছে। বাজারে Honda Shine এবং SP 125 কে বেশ ভালই টক্কর দিয়েছে Raider। চলুন দেখে নেওয়া যাক কেমন কি ফিচারস রয়েছে বাইকটিতে।
একাধিক স্মার্ট ফিচারসের সাথে বাইকটি বেশ আলোড়ন ফেলেছে বাজারে। Raider এর নতুন 125 SmartXonnect মডেলটিতে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। 5-ইঞ্চি TFT স্ক্রিনের মাধ্যমে আপনি স্মার্টফোনের সাথে বাইকটিকে কানেক্ট করে নিতে পারবেন। সেখানেই কল, এসএমএস, টার্ন বাই টার্ন নেভিগেশন, আবহাওয়ার মত ফিচারসের সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনে আর হাতই দেওয়ার দরকার পড়বে না।
Raider 125 এর পাওয়ারট্রেনও বেশ শক্তিশালী। 124.8 সিসির ওয়ান সিলিন্ডার থ্রি ভালভ ইঞ্জিনটি এয়ার কুল প্রযুক্তির সাথে আসে। ইঞ্জিনটি 7,500 rpm এ সর্বোচ্চ 11.2 bhp শক্তি এবং 6,000 rpm এ 11.2 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। ফলে বেশ পাওয়ারফুল পারফরম্যান্স মিলবে সেই নিয়ে কোনো সন্দেহই নেই। Raider 125 এর ইঞ্জিন একটি 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। যা মাত্র 5.9 সেকেন্ডেই 60 kmph গতি তুলতে সক্ষম।
এক্ষেত্রে উল্লেখ্য, গাড়িটি যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দেয়। প্রতি লিটারে 56.7 কিলোমিটার ছুটতে সক্ষম Raider 125। গাড়িতে মোট দুইখানা মোড রয়েছে, এগুলো হলো ইকো মোড এবং দ্বিতীয়টি পাওয়ার মোড। ফিচারপ্যাকড গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 86,803 টাকা। গাড়িটির অন রোড দাম পড়বে 1,00,139 টাকা। উৎসবের মরশুমে মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্ট করে ফাইন্যান্সের মাধ্যমে বাইকটি কিনতে পারবেন। এছাড়া Zero Down Payment এর অপশনও পাওয়া যাচ্ছে।