আসন্ন সময়ে 4টি নতুন বাইক আসছে বাজারে। চলুন দেখে নেওয়া যাক কী কী বাইক লঞ্চ হবে।
1. Royal Enfield Himalayan 450:আগামী 24 তারিখ Himalayan 450 বাইকের অফিশিয়াল দাম ঘোষণা হবে। 1 নভেম্বর বাইকটি লঞ্চ হলেও দাম জানা জায়নি। উল্লেখ্য যে, Himalayan 450 এ 452 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা মোট 40.02 PS শক্তি এবং 40 Nm টর্ক উৎপন্ন করে। বাইকে থাকছে USD ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, অল এলইডি আলো, রাইড-বাই-ওয়্যার থ্রোটল, গুগল ম্যাপ ইন্টিগ্রেশন সহ একটি TFT কনসোল, ডুয়াল চ্যানেল ABS ইত্যাদি।
2. Triumph Tiger 400: Bajaj/Triumph Speed 400 এর পর আরো একটি বাইক নিয়ে আসছে। Tiger 400 বাইকে 398 cc লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে যা Scrambler 400X-এর থেকে খুব বেশি আলাদা হবেনা। উল্লেখ্য Tiger 400 বাইকটি KTM 390 Adventure X এবং নতুন Royal Enfield Himalayan 450-এর সাথে জোর প্রতিদ্বন্দ্বিতা করবে।
3. 2024 KTM 390 Adventure: KTM এর নতুন 390 অ্যাডভেঞ্চার বাইক দুটি নতুন রঙের পাশাপশি নয়া গ্রাফিক্সও দেখা যাবে। যান্ত্রিক পরিবর্তন না হলেও সেখানে 398 সিসি ইঞ্জিন ব্যবহার করবে KTM। নতুন-জেন 390 ডিউক এবং 250 ডিউকে ডিজাইন এবং যান্ত্রিক ফ্রন্টে বড় আপডেটের করে ফিরছে বাজারে।
4. Hero Xpulse 400 এবং Xpulse 210: Royal Enfield Himalayan 450 এবং KTM 390 Adventure-এর সাথে লড়াই করার জন্য Hero MotoCorp তাদের ফ্ল্যাগশিপ Xpulse-এর ওপর কাজ করছে। বাইকে একটি 420 cc সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুল ইঞ্জিন থাকবে যা HD X440 এর সমান শক্তিশালী হতে চলেছে। XMR এর 210 সিসি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করে Xpulse 200 লঞ্চ করবে Hero।