Read In
Whatsapp
Bike News

অবশেষে দাম জানা গেল নতুন Aprilia RS 457 এর, KTM এর থেকে কতটা দামী এই নতুন বাইক!

Aprilia তাদের নতুন বাইকের উন্মোচন করেছে বেশ কিছু সময় আগে। নতুন Aprilia RS 457 বাইকটি যেমন শক্তিশালী তেমনই মজবুত বিল্ড কোয়ালিটির সাথে আসে। Yamaha R3 বা Kawasaki Ninja 400 এর বাজেটেই আসে বাইকটি। কিন্তু এখনো পর্যন্ত বাইকটির দাম জানা যায়নি। কিন্তু সম্প্রতি মার্কিন মুলুকে বাইকটির দাম ঘোষণা করায় দামের আন্দাজ করা যায়।

নয়া Aprilia RS 457 বাইকটির US দাম 6799 ডলার অর্থাৎ 5.66 লক্ষ টাকা থেকে শুরু হয়। রেসিং স্ট্রাইপস সংস্করণের দাম শুরু হচ্ছে 6899 ডলার অর্থাৎ 5.75 লক্ষ টাকা থেকে। এই দাম থেকে ভারতে বাইকটির দামের আন্দাজ করা যায়। আপনাদের জানিয়ে রাখি যে, পুনের বাইরে এপ্রিলিয়ার বারামতি প্ল্যান্টে বাইকটি তৈরি হচ্ছে। তাই আশা করাই যায় যে, মার্কিন মুলুকের থেকে ভারতের বাজারে সস্তা হবে এই বাইক।

আমেরিকার বুকে 6474 ডলার দামের (ভারতীয় মুদ্রায় 5.39 লক্ষ টাকা) সাথে Aprilia তার প্রতিদ্বন্দ্বী KTM এর চেয়ে 27000 টাকা অথবা 325 ডলার বেশি দামী। তবে এই দামে বেশি স্পেসিফিকেশনও পাওয়া যায় বাইকটিতে। আশা করা যাচ্ছে যে, ভারতের বাজারে বাইকটির দাম 3 লক্ষ টাকা থেকে 3.5 টাকার মধ্যেই থাকবে।

Aprilia RS 457 বাইকে 457 সিসির লিকুইড কুল 4 ভালভ ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 47hp শক্তি উত্পন্ন করতে সক্ষম। 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে শক্তিশালী ইঞ্জিনটি। Aprilia RS 457 তার ইঞ্জিনের কারণে অন্যান্য বাইকের থেকে বেশ কিছুটা এগিয়ে।

Back to top button