Read In
Whatsapp
Bike News

খেলা শেষ Triumph, Harley Davidson-র, 650 সিসির শক্তিশালী ইঞ্জিন নিয়ে আসছে নতুন RE Sherpa!

source: autocar india

বাজারে আরো নতুন বাইক নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড। কিছুদিন আগেই বুলেট লঞ্চ হয়েছে , আগামী মাসের শুরুতে বাজারে আসবে Himalayan। আজ আমরা যে বাইকের কথা বলছি সেটি 650 সিসির সেগমেন্টে সেরা বাইক হতে চলেছে। মূলত হার্লে ডেভিডসন X440 এবং বাজাজ ট্রায়াম্ফ স্পিড 400 বাজারে আসার পর কিছুটা হলেও পিছিয়ে ছিল RE। কিন্তু এবার নয়া Scrambler ডিজাইনের বাইক এনে চমক দিতে চাইছে তারা।

source: 91 wheels

এনফিল্ডের নতুন বাইক হতে চলেছে 650 সিসি সেগমেন্টের। নাম হতে পারে শেরপা। স্পাই টেস্টিং থেকে জন্য যাচ্ছে, ইতিমধ্যেই বাইকটিকে মাঠে নামিয়েছে Royal Enfield। ধাপে ধাপে টেস্টিং চালাচ্ছে বাইকের। লিক হওয়া রিপোর্ট থেকে বাইকের ইঞ্জিন ক্ষমতার তথ্যও সামনে এসেছে। উল্লেখ্য, বর্তমানে 650 সিসি সেগমেন্টে ইন্টারসেপ্টার, কন্টিনেন্টাল জিটি এবং সুপার মিটিওর এই চার বাইক বিক্রি করে এনফিল্ড। শেরপা 650 সিসি এই সেগমেন্টে Royal Enfield এর চতুর্থ বাইক হতে চলেছে।

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, RE এর এই বাইকটির নাম হতে পারে Sherpa। এটি Scrambler ভার্সনে লঞ্চ হওয়ার সম্ভবনাই বেশি। বাইকটির স্পাই টেস্টিংয়ের সময় কিছু ছবি লিক করায় সামনে এসেছে Sherpa এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ। লিক হওয়া ছবিতে দেখা যাচ্ছে সিঙ্গেল পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সমেত MRF টায়ার। সিঙ্গল সিট সহ গোল হেডলাইট এবং টার্ন ইন্ডিকেটর থাকছে। স্পোক হুইল সহ টিউবলেস টায়ার পাওয়া যাবে।

source: mcn

ইঞ্জিনের শক্তি সম্পর্কে কী জানা গিয়েছে : 648 সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন থাকবে। যা সর্বোচ্চ 46.2 hp শক্তি এবং 52 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 6 স্পিড গিয়ারবক্স থাকতে পারে বলে আশা করা গেলেও ঠিক জানা যায়নি কিছুই। এছাড়া আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক সাসপেনসন থাকতে পারে। ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সমেত লঞ্চ হতে পারে গাড়িটি। বাইকটি আগামী বছর নভেম্বর নাগাদ লঞ্চ হতে পারে আর সেটির দাম থাকবে 3.20 লক্ষ টাকার এক্স শোরুম দামের আশেপাশে।

Back to top button