Read In
Whatsapp
Bike News

পাত্তা পাবেনা Honda, TVS! পুজোর আগেই হাজির নতুন Hero Glamour, কত দাম জানেন?

Hero Motocorp দুরন্ত বাইক নিয়ে এসেছে বাজারে। পুজোর আগে বেশ কিছু বাইকের নতুন ভার্সন নিয়ে আসার কথা জানায় সংস্থাটি। বর্তমানে 125 সিসি সেগমেন্টের গ্ল্যামার গাড়িটির বিক্রি বেশ ভালো। গ্রাহকদের অভিজ্ঞতাও দারুণ এক বাইকে। আর এবার বাইকটির নতুন ভার্সন এসেছে, যেখানে মডেল আপডেটের সাথে সাথে ফিচারস এবং মাইলেজও বেড়েছে।

নতুন গাড়ির সমস্ত ফিচারস দেখে নিন :

ইঞ্জিন এবং মাইলেজ : ইঞ্জিনের মধ্যে মেকানিকাল পরিবর্তন তেমন আসেনি। পুরনো মডেলে যে ইঞ্জিন থাকতো নতুন গাড়িতেও তাই মিলবে। তবে কার্যক্ষমতা কিছুটা বেড়েছে। 124.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন 10.72 hp শক্তি এবং 10.6 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্সের সাথে 63 কিমির মাইলেজ দেয় Glamour।

ফিচারস : Glamour 125 বাইকে রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার। সেখানে আপনি রিয়েল টাইম মাইলেজ সহ বাইক সংক্রান্ত একাধিক তথ্য পেয়ে যাবেন। i3S প্রযুক্তির ইঞ্জিন থাকায় স্টার্ট-স্টপ সিস্টেম যা স্বয়ংক্রিয় ভাবে বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফিচারসও দেখতে পেয়ে যাবেন।

দাম : Hero Glamour বাইকটির ড্রাম ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম রয়েছে 82,348 টাকা। ডিস্ক ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম পড়বে 86,348 টাকা।

Back to top button