বাইক কেনার সময় অনেকেই একটা গুরুত্বপূর্ন বিষয় লক্ষ্য করেন না। কিন্তু সেটি খুবই গুরুত্বপূর্ন হয়ে ওঠে বাইকের জন্য। না আজ ইন্স্যুরেন্স অথবা মাইলেজ নয়, কথা হচ্ছে মেইনটেনেন্স এর। অর্থাৎ কত ঘনঘন আপনার বাইক মেকানিকের কাছে নিয়ে যেতে হয়।
বাইক কেনার সময় এই বিষয়টা অনেকেই ভুলে যান, কিন্তু শুধুমাত্র বাইক কিনলেই হবেনা। নির্ভরযোগ্য কোনো একটি বাইক নিতে হবে যাতে বাইকটি চালানোর সময় উপভোগ করতে পারেন। নিচে দেখে নিন কিছু বাইকের বিষয়ে বলছি আমরা সেগুলো দীর্ঘ সময়ের জন্য আদর্শ।
1) Honda CB300R: দীর্ঘ সময় চালানোর জন্য তৈরি হয়েছে Honda CB300R। Honda এর অন্যান্য বাইকগুলোর মতোই নির্ভরযোগ্য CB300R।
2) Yamaha MT-07: আরেক নির্ভরযোগ্য জাপানিজ কোম্পানি Yamaha। তাদের MT-07 বাইকটি দারুণ অভিজ্ঞতা দেয় গ্রাহকদের।
3) Royal Enfield 350: চেন্নাইস্থিত কোম্পানির বাইকগুলো যে কেবল নান্দনিক দেখতেই হয় তাই না, একইসাথে সেগুলোর Maintenance খরচও খুব কম।
4) KTM 390 Duke: স্ট্রিটফাইটার এই বাইকটি দারুণ শক্তিশালী। মাইলেজ সামান্য কম হলেও Maintenance খরচ নিয়ে ভাবতে হবেনা আপনাকে।