TRENDS
Advertisement

আসছে মোস্ট পাওয়ারফুল 790 সিসির KTM, বাইক লাভার হলে দাম এবং ফিচারস দেখে নিন

পাত্তা পাবেনা গাড়িও, নতুন KTM বাইকের সামনে গাড়িও নস্যি!

Published By: Ritwik | Published On:

KTM সম্প্রতি ভারতের বাজারে তাদের নতুন 390 Duke লঞ্চ করেছে। নতুন গ্রাফিক্স এবং রঙের সাথে বাজারে এসেছে বাইকটি। এছাড়া 125 Duke এবং 250 Duke ও এসেছে বাজারে। তার কয়েকদিন আগেই লঞ্চ হয় Adventure সিরিজ। কিন্তু এবার খবর আসছে বাজারে শীঘ্রই আরো শক্তিশালী একটি Duke লঞ্চ করবে KTM। চলুন দেখে নেওয়া যাক কি জানা যাচ্ছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আসছে মোস্ট পাওয়ারফুল 790 সিসির KTM, বাইক লাভার হলে দাম এবং ফিচারস দেখে নিন

জানা যাচ্ছে এবার বাজার কাঁপাতে আসছে 790 Duke। বাইকটির বুকিং শুরু হয়ে গিয়েছে। সেখানে থাকবে 799 সিসির লিকুইড কুল্ড প্যারারাল টুইন ইঞ্জিন। 8 ভালভের ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ারবক্স ও PASC অ্যান্টিহপিং স্লিপার ক্লাচ যুক্ত থাকবে। দারুণ শক্তিশালী হবে এই ইঞ্জিন। কারণ এটি মোট 103 hp শক্তি এবং 87 Nm টর্ক তৈরি করতে পারে। যা বেশ কিছু বড় গাড়ির থেকেও অনেকখানি বেশি।

আসছে মোস্ট পাওয়ারফুল 790 সিসির KTM, বাইক লাভার হলে দাম এবং ফিচারস দেখে নিন

বাইকের সামনে থাকবে আপসাইড ডাউন ফর্ক এবং পিছনের দিকে রিয়ার শক প্রোগ্রেসিভ স্প্রিং প্রিলোড সাসপেনশন। ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং ডুয়াল ডিস্ক ব্রেক থাকবে দুই চাকায়। চালানোর সুবিধার জন্য সেখানে চার চারটি রাইডিং মোড দেওয়া থাকবে। নিজের পছন্দমত মোডে চালাতে পারবেন আপনি।

আসছে মোস্ট পাওয়ারফুল 790 সিসির KTM, বাইক লাভার হলে দাম এবং ফিচারস দেখে নিন

790 Duke এবার আরো বোল্ড লুকের সাথে এসেছে। অন্যান্য কিছুতে খুব বদল করেনি কোম্পানি। হবে ডিজাইন এবং লুক আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেছে। গ্রাহকদের সুবিধামত 825 mm এবং 805 mm এই দুই ধরনের উচ্চতা সম্পন্ন সিট দেওয়া থাকবে। আর এত ফিচারস সমেত KTM 790 Duke এর এক্স শোরুম দাম থাকবে 8.63 লক্ষ টাকার আশেপাশে।

About Author